যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যের অ্যানাকোন্ডা শহরে গতকাল সকালে একটি জনপ্রিয় বারঘরে ভয়াবহ গুলির ঘটনায় চারজন নারী নিহত হয়েছেন। সন্দেহভাজন হামলাকারী একজন সাবেক সেনা সদস্য, যিনি এখনো পলাতক রয়েছেন এবং তাঁর হাতে ভয়ানক অস্ত্র রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটের দিকে, অ্যানাকোন্ডার ‘দ্য আওল বার’-এ এই মর্মান্তিক হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একজন ব্যক্তি হঠাৎ করেই বারটিতে ঢুকে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করেন। ঘটনাস্থলেই নিহত হন চারজন, তাদের মধ্যে একজন ছিলেন বারটির বারটেন্ডার এবং বাকি তিনজন নারী গ্রাহক।
সন্দেহভাজন ব্যক্তির নাম মাইকেল পল ব্রাউন (৪৫), যিনি একজন সাবেক মিলিটারি ও ন্যাশনাল গার্ড সদস্য। জানা গেছে, তিনি ওই এলাকারই স্থায়ী বাসিন্দা এবং বারটির পাশেই থাকতেন। ঘটনার পরপরই তিনি একটি সাদা রঙের Ford F-150 ট্রাক নিয়ে পালিয়ে যান। পুলিশের ধারণা, তার সঙ্গে রয়েছে উচ্চক্ষমতার অস্ত্র ও গোলাবারুদ।
ঘটনার পর স্থানীয় পুলিশ, SWAT, FBI ও ATF একযোগে অভিযান চালাচ্ছে। অ্যানাকোন্ডা শহরের আশপাশের এলাকাগুলো লকডাউন করে ফেলা হয়েছে। সাধারণ মানুষকে ঘরের ভেতরে থাকার আহ্বান জানানো হয়েছে। এখনো পর্যন্ত হামলার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। তদন্ত চলছে।
মন্টানার গভর্নর গ্রেগ জিয়ানফোর্টে ঘটনাটি গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছেন। তিনি এক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং হামলাকারীকে দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দেন।
স্থানীয় সম্প্রদায়ে শোকের ছায়া নেমে এসেছে। কেউ ভাবতেও পারেননি এমন একটি শান্ত শহরে এমন ভয়াবহ ঘটনা ঘটবে। মন্টানার অ্যানাকোন্ডা শহর প্রায় ৯ হাজার জনসংখ্যার একটি শান্তিপূর্ণ এলাকা হিসেবে পরিচিত ছিল। এই ঘটনা শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন তুলেছে।
নিহতদের পরিচয় এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তাদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ বিভাগ।