বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৪:০৭ অপরাহ্ন

ম্যানহোলে পড়ে নিখোঁজ সেই নারীর লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৩৬ Time View

টঙ্গীতে খোলা ড্রেনে পড়ে নিখোঁজ হওয়া ফারিয়া তাসনিম জ্যোতি (২৮) নামে এক নারীর মরদেহ তিন দিন পর  মঙ্গলবার সকাল ৯টায় শালিকচুড়া বিল থেকে উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস ও গাজীপুর সিটি করপোরেশনের কর্মীরা তিন দিনের অভিযান শেষে তার মরদেহ উদ্ধার করে।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম জানান, জ্যোতি যে ড্রেনে পড়েছিলেন, সেই ড্রেনের পানি শালিকচুড়া বিলে গিয়ে মিশেছে। গতকাল সকালে বিলে অভিযান চালিয়ে তার মরদেহ পাওয়া যায়।

নিহত ফারিয়া তাসনিম জ্যোতি চুয়াডাঙ্গা জেলার ৪ নম্বর ওয়ার্ড মসজিদপাড়ার বাসিন্দা এবং মৃত ওলিউল্লাহ আহম্মদ বাবলুর মেয়ে। তিনি টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় বসবাস করতেন এবং একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন। ঘটনার সময় তিনি ওষুধ সরবরাহের কাজে টঙ্গী হাসপাতালের দিকে পায়ে হেঁটে যাচ্ছিলেন বলে স্বজনরা জানিয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের মতে, টঙ্গীর ইম্পেরিয়াল হাসপাতালের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ড্রেনের একটি অংশ দীর্ঘদিন ধরে উন্মুক্ত ছিল। কর্তৃপক্ষ সেখানে সতর্কতামূলক কোনো সাইনবোর্ড স্থাপন করেনি। অসাবধানতায় জ্যোতি ড্রেনে পড়ে যান এবং পানির স্রোতে নিখোঁজ হন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category