রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
করপোরেট ফুটবল চ্যাম্পিয়ন্স ট্রফির প্লেট চ্যাম্পিয়ন ওয়ালটন আমেরিকা থেকে প্রথমবারের মতো সরকারিভাবে গম আমদানি শুরু কলম্বিয়ার প্রেসিডেন্টের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র তুরস্ক উপকূলে নৌকাডুবিতে ১৪ অভিবাসীর মৃত্যু কালশীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট ভারতে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে চলন্ত বাসে আগুন, নিহত ২০ অস্ট্রেলিয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির (CUAAA) নতুন কমিটি ঘোষণা ইউরোপজুড়ে বার্ড ফ্লুর প্রাদুর্ভাব, পোলট্রি খামার লকডাউন উগান্ডায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৬৩ জন নিহত যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা, পাল্টা রাশিয়ার পারমাণবিক মহড়া

আইনশৃঙ্খলা বাহিনীর বাধা পেরিয়ে সচিবালয়ে শিক্ষার্থীরা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৬৬ Time View

শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগ দাবিতে রাজধানীর সচিবালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এসময় সচিবালয়ের সব প্রবেশপথ বন্ধ করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। এই ঘটনার জেরে বিকেল সাড়ে ৩টায় আইনশৃঙ্খলা বাহিনীর বাধা পেরিয়ে ভিতরে প্রবেশ করে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে সচিবালয়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনরত শিক্ষার্থীরা গেট ভেঙে ও দেয়াল টপকে সচিবালয়ে প্রবেশ করেছেন। এ সময় পুলিশ ও সেনা সদস্য তাদেরকে ঠেকানোর চেষ্টা করলে সংঘর্ষ বাধে। সচিবালয়ের ভিতরে প্রবেশ করে শত শত শিক্ষার্থী সামনে পাওয়া গাড়ি ভাঙচুর করেন। এছাড়া এলজিআরডি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনেও ভাঙচুর চালানো হয়।

এরআগে, দুপুরে বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের সামনে আসেন শিক্ষার্থীরা। সচিবালয়ে প্রবেশের এক নম্বর গেটের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। এতে গুলিস্তান জিরো পয়েন্টের সড়ক বন্ধ হয়ে গেছে।

বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলছেন, অনেক সমালোচনার পর পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত আসে গভীর রাতে। এই সিদ্ধান্ত আগে কেন নেয়া হলো না- এমন প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করছেন তারা। তাদের দাবি, গভীর রাতে এই সিদ্ধান্ত আসায় অনেক শিক্ষার্থী বিভ্রান্ত হয়েছে। তারা এই তথ্য জানতেই পারেনি। ফলে অনেকে আজ পরীক্ষাকেন্দ্রে চলে গেছে!

বিষয়টি নিয়ে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরারের ওপর ক্ষোভ প্রকাশ করে তার পদত্যাগ দাবি করছেন শিক্ষার্থীরা। এছাড়া মাইলস্টোন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা যে ছয়টি দাবির কথা জানিয়েছেন সেগুলোও তুলে ধরছেন তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category