বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ১২:৩৯ পূর্বাহ্ন

পাকিস্তানি অভিনেত্রী হুমাইরার রহস্যময় মৃত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ৯ Time View

রহস্যজনকভাবে মৃত্যু বরণ করেছেন পাকিস্তানি মডেল-অভিনেত্রী হুমাইরা আসগর আলি।

মঙ্গলবার (৮ জুলাই) করাচির ডিফেন্স হাউজিং কর্তৃপক্ষের একটি ফ্ল্যাট থেকে তাঁর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ তথ্য জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম ডন।

মৃত্যুকালে হুমাইরার বয়স হয়েছিল ৩২ বছর। পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ইত্তেহাদ কমার্শিয়াল এলাকার ফেজ-৬-এর একটি ফ্ল্যাট থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, মৃত্যু ঘটেছিল অন্তত দুই সপ্তাহ আগেই। অথচ সেই মৃত্যুর খবরটি প্রকাশ্যে এল এত দেরিতে,, নীরব, নিঃসঙ্গ এক বিদায়, যা আলো ঝলমলে জীবনযাপন আর ক্যামেরার ঝলকে হারিয়ে যাওয়া এক গভীর ছায়ার দিকে ইঙ্গিত করে।

আদালতের নির্দেশনা মোতাবেক তারা মঙ্গলবার বিকেল ৩টার দিকে ফ্ল্যাটটি খালি করার উদ্দেশে সেখানে যান। কিন্তু ভেতর থেকে কেউ সাড়া না দেওয়ায় ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পুলিশ। এ সময় মেঝেতে অভিনেত্রীর মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

পুলিশ সার্জন ডা. সুমাইয়া সৈয়দ বলেন, হুমাইরা আসগরের মরদেহ হাসপাতালে আনা হয়েছে। মরদেহটি পচন অবস্থায় এসেছে।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বিগত ৭ বছর ধরে ওই ফ্ল্যাটে একাই থাকতেন হুমাইরা। তাঁর মরদেহ উদ্ধারের পর ঘটনাস্থল থেকে ফরেনসিক প্রমাণ সংগ্রহ করা হয়েছে। ময়নাতদন্তের পর জানা যাবে মৃত্যুর সঠিক কারণ।

ব্ল্যাক ম্যাজিক নিয়ে ইয়াশ-তিশার সাইকো থ্রিলার ‘নসিব’ব্ল্যাক ম্যাজিক নিয়ে ইয়াশ-তিশার সাইকো থ্রিলার ‘নসিব’। এর আগে ফ্ল্যাটের মালিক বকেয়া ভাড়ার জন্য অভিনেত্রীর বিরুদ্ধে মামলা করেছিলেন। আদালত কর্তৃক নিযুক্ত একজন বেলিফ উচ্ছেদের আদেশ কার্যকর করতে ফ্ল্যাটে গেলে তখন অভিনেত্রীর মরদেহ পাওয়া যায়।

প্রসঙ্গত, জনপ্রিয় রিয়্যালিটি শো ‘তামাশা ঘর’-এর মাধ্যমে পরিচিতি পান হুমাইরা আসগর আলি। বড় পর্দাতেও অভিষেক হয়েছে তাঁর। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘জালাইবি’ ছবিতে মডেলের ভূমিকায় অভিনয় করেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category