বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৯ পূর্বাহ্ন

চিত্রনায়িকা তানিন সুবহা মারা গেছেন

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ৯৫ Time View

হাসপাতালে চিকিৎসাধীন ছোট ও বড় পর্দার অভিনেত্রী তানিন সুবহা মারা গেছেন। মাত্র ৩০ বছর বয়সে চলে গেলেন এই অভিনেত্রী।

মঙ্গলবার (১০ জুন) সন্ধ্যা ৭টা ৫৭ মিনিটে তার লাইফ সাপোর্ট খুলে দেয়া হয়েছে। অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ তথ্য জানান।

গত ২ জুন থেকে হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয় তানিন সুবহাকে। দুদিন আগেই চিকিৎসকরা তার ব্রেইন পুরোপুরি কাজ করছিল না বলে জানিয়েছিলেন। সে সময় তাকে ক্লিনিক্যালি ডেথ বলে জানান তারা।
তবে লাইফ সাপোর্ট খুলে নেয়ার জন্য সুবহার স্বামীর অনুমতির অপেক্ষায় ছিলেন সবাই। পরে পারিবারিক সিদ্ধান্তে লাইফ সাপোর্ট খোলা হয় মঙ্গলবার।
পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার (১১ জুন) ফজরের নামাজের পর জানাজা শেষে সুবহাকে মাদারীপুরের কালকিনি উপজেলার মোল্লারহাটে তার গ্রামের বাড়িতে দাফন করা হবে।
এর আগে গত ২ জুন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী সুবহা। প্রথমে তাকে আফতাবনগরে বাসার কাছে একটি ক্লিনিকে নেয়া হয়। সেখান থেকে তিনি বাসায়ও ফেরেন।
কিন্তু সন্ধ্যায় আবার অসুস্থতা বোধ করলে তাকে বনশ্রীর একটি হাসপাতালের ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার পরামর্শ দেন।
এরপর মধ্যরাতে ধানমন্ডির একটি বেসরকারি হাসাপাতালে নেয়া হয় সুবহাকে। সেখানেই গত কয়েক দিন ধরে লাইফ সাপোর্টে ছিলেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category