বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ১১:৫৯ পূর্বাহ্ন

নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত ঢাবি শিক্ষার্থী সাম্য

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ১০০ Time View

হত্যাকাণ্ডের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যর মরদেহ (২৫) দাফন করা হয়েছে।

বুধবার (১৪ মে) রাত সাড়ে ১০টার দিকে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের সড়াতৈল গ্রামের জান্নাতুল বাকি কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে রাত ১০টায় সড়াতৈল মাদ্রাসা ও ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। সন্ধ্যা সোয়া ৭টার দিকে সাম্যর মরদেহ বহনকারী গাড়ি গ্রামের বাড়িতে এসে পৌঁছায়।

নিহতের মরদেহ পৌঁছার পর সেখানে হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। স্বজন ও প্রতিবেশীসহ নানা শ্রেণি-পেশার মানুষ তাকে এক নজর দেখতে ভিড় করেন। কান্নায় ভেঙ্গে পড়েন স্বজনরা। এরপর রাত ১০টার পর সড়াতৈল মাদ্রাসা মাঠে সাম্যর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
সাম্যের চাচা গ্রাম্যচিকিৎসক কাউসারুল আলম কায়েস জানান, ‘১০ বছর আগে সাম‍্যর মা মারা যাবার পর থেকে বাবা-ভাই মিলে সকলে ঢাকায় থাকে। গ্রামেও কম আসে। ঈদ বা সামাজিক অনুষ্ঠান ছাড়া সাধারণত গ্রামে তারা কেউই আসে না। এলাকায় কারও সঙ্গেই তাদের কোনো ঝামেলা নেই। সাম্যের বাবা ফকরুল আলম ফরহাদ ঢাকার মিরপুরের রূপনগর আবাসিক এলাকার একটি বহুতল ভবনের সপ্তম তলায় পরিবার নিয়ে থাকেন।’
প্রসঙ্গত, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় মঙ্গলবার রাত ১১টার ছুরিকাঘাতে আহত হন সাম্য। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যের বাবা ফকরুল আলম ঢাকার মিরপুরে রুপনগর আবাসিক এলাকায় ১৮ নম্বর সড়কে একটি বহুতল ভবনের ৭ম তলায় নিজস্ব ফ্লাটে থাকেন। চার ভাইয়ের মধ্যে সাম্য সবার ছোট। সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। ঢাবির স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাম্য হলের ২২২ নম্বর কক্ষে থাকতেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category