বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘন কুয়াশা ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অধিদপ্তরের সতর্কতা অস্ট্রেলিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের বর্ণাঢ্য বিজয় দিবস উদযাপন সিডনিতে বিএনপির উদ্যোগে শহীদ ওসমান হাদীর গায়েবানা জানাজা অনুষ্ঠিত আন্দোলনের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৬ ডিনের পদত্যাগ আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: তারেক রহমান দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলা নিহত ৯ সিডনিতে বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে বিজয় দিবস উদযাপন কবি নজরুলের সমাধি চত্বরে শহীদ হা‌দির দাফন সম্পন্ন সিডনিতে লিভারপুল ইসলামিক সেন্টারের বার্ষিক মিলনমেলা ও নৈশভোজ অনুষ্ঠিত কবি নজরুলের পাশে সমাহিত হবেন ওসমান হাদি

কানাডায় লিবারেল পার্টির জয়, প্রধানমন্ত্রী মার্ক কার্নি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ১২১ Time View

কানাডার ফেডারেল নির্বাচনে জয় পেয়েছে দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নির লিবারেল পার্টি। কানাডার ব্রডকাস্টিং করপোরেশন এমনটিই জানিয়েছে। এ নিয়ে টানা চতুর্থবার কানাডার ক্ষমতায়া বসতে যাচ্ছে লিবারেল পার্টি। দেশটির অর্থনীতি ও সার্বভৌমত্বের প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির কারণে সোমবারের (২৮ এপ্রিল) নির্বাচনের ফলাফলে নাটকীয় পরিবর্তন এসেছে।

এ বছরের শুরুতে দেশটিতে আবাসন খরচ বৃদ্ধি ও ক্রমবর্ধমান অভিবাসনের মধ্যে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পদত্যাগের পর লিবারেলদের হেরে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল। কিন্তু দেশটির সার্বভৌমত্ব ও অর্থনীতিতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের হুমকিতে ক্ষুব্ধ হয়ে ওঠে নাগরিকরা। এর ফলে তাদের মাঝে এক ধরনের জাতীয়তাবাদ গড়ে উঠে। এর ফলেই লিবারেলদের পতনমুখী অবস্থার অবসান হয়- যা দলটিকে চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসতে সাহায্য করেছে।

নির্বাচনের আগে ভ্যাঙ্কুবারে প্রাণঘাতি গাড়ির ধাক্কায় হতাহতের পর নির্বাচনী প্রচারণা কয়েক ঘণ্টা স্থগিত রাখা হয়েছিল। এই ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদের সম্পৃক্ততাকে উড়িয়ে দিয়ে জড়িত স্থানীয় এক ব্যক্তিকে আটক করে পুলিশ। আটক ব্যক্তি মানসিকভাবে ভারসাম্যহীন বলে জানায় পুলিশ।

বেশ কিছুদিন ধরে কানাডা জীবনযাত্রার ব্যয় সংকটের মধ্যে রয়েছে। এছাড়া ট্রাম্পের ব্যাপক শুল্কারোপের হুমকি ও উত্তর আমেরিকার গাড়ি নির্মাতাদের কারখানা কানাডা থেকে সরিয়ে নেওয়ার ইচ্ছা দেশটির অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলে। এতে অর্থনীতি ক্ষতির মুখে পড়ে।

নির্বাচনের জরিপে দেখা যায় ৩৪৩টি আসনের মধ্যে কনজারভেটিভ পাটির চেয়ে বেশি আসনে জয় পাবে কার্নির লিবারেল পার্টি। তবে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি যে লিবারেলরা অন্তত ১৭২ আসন জিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে- নাকি আইন পাসের জন্য অন্য কোনো ছোট রাজনৈতিক দলের ওপর নির্ভর করতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category