মেলবোর্নে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে ধামাকা মাল্টিকালচারাল মিউজিক, ড্যান্স এন্ড ফুড ফ্যাস্টিভ্যাল। সাথে থাকবে বৈশখী মেলা ও লন্ঠন উৎসবও। ওয়ারবী ফাংসান এন্ড ইভেন্ট সেন্টারে সকাল ১০:০০ থেকে রাত ৮:০০ এ অনুষ্ঠান চলবে। এতে অংশ নেবে জনপ্রিয় ব্যান্ড সোলস এবং বাংলাদেশ থেকে আগত শিল্পী ও যন্ত্রশিল্পী গন।থাকবে স্থানীয় ব্যান্ড ধূমকেতু ও শিল্পীদের পরিবেশনা।
Leave a Reply