শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৫:০৬ পূর্বাহ্ন

সিডনিতে ক্যাম্বেলটাউন বাংলা স্কুলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৫১ Time View

অস্ট্রেলিয়ার সিডনিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ১৬ ফেব্রুয়ারী ক্যাম্বেলটাউন বাংলা স্কুলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। দিবসের শুরুতে প্রভাত ফেরি, জাতীয় সংগীত পরিবেশনসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান তরুণ, বারডিয়া বাংলা স্কুলের সভাপতি ডক্টর রফিক ইসলাম ও অধ্যক্ষ মিলি ইসলাম, ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলার আশিক রহমান অ্যাশ, সমাজকর্মী শফিকুল ইসলাম, স্কুলের কার্যকরী কমিটির সদস্য কাজী আশফাক রহমান, অধ্যক্ষ রুমানা খান মোনাসহ শিক্ষক, অভিভাবকসহ কার্যকরী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

স্কুলের সাধারন সম্পাদক রাফায়েল রোজারিও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত সকলকে স্বাগত জানান। এসময় সবাই দাঁড়িয়ে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত গেয়ে সন্মান প্রদর্শন করেন। অনুষ্ঠানে বিশিষ্ট সমাজ কর্মী নার্গিস ইয়াসমিন খান লতাকে বাংলা ভাষা ও সংস্কৃতি প্রসারে অসামান্য অবদানের জন্য একুশে সম্মাননা ২০২৫ এ ভূষিত করা হয়।
স্কুলের সভাপতি ফায়সাল খালিদ শুভ এর সভাপতিত্বে একুশের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের মেয়র ডার্সি লাউন্ড, বাংলাদেশ হাই কমিশনের কনসাল, হেড ওফ চেনসারি মুহাম্মদ জাহাঙ্গীর আলম, ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলার ও বাংলা স্কুলের সাবেক সভাপতি মাসুদ চৌধুরী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মহান ভাষা আন্দোলন ও বর্তমান প্রেক্ষাপটকে কেন্দ্র করে একটি নাটিকা পরিবেশন করে শিক্ষার্থীরা। নাটকটির মূল ভাবনা, রচনা, নির্দেশনা, পরিচালনা ও অভিনয়ে ছিলেন প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব মাজনুন মিজান, অভিনয়ে আরো ছিলেন ফারহানা বীথি, মানব, মৃন্ময়ী, সাগর, সম্রাট ও রঞ্জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category