মেয়ে মানে একটা অভিমানী মুখ
মেয়ে মানে একটু আহ্লাদী
মেয়ে মানে একটু বকায়
ঝরঝর করে কেঁদে ফেলা।
মেয়ে মানে একটু ভালো কথায়
খিলখিল করে হেসে ফেলা
মেয়ে মানে পূর্ণিমায়-
জোছনার আলো
মেয়ে মানে ঝিরিঝিরি বৃষ্টিধারা
মেয়ে মানে অনেক ধৈর্য্যশীল
মেয়ে মানে সময়মত
ইস্পাতের মতো কঠিন
মেয়ে মানে মায়াবী একটা মন
মেয়ে মানে মমতাময়ী মা।
Leave a Reply