শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০৯:৩৬ অপরাহ্ন

সিডনিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস ২০২৫ উদযাপন

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ৩৩০ Time View

অস্ট্রেলিয়ার সিডনিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে।

গত ১১ জানুয়ারী (শনিবার) সিডনির ইঙ্গেলবার্নের গ্রেগ পার্সিভাল কমিউনিটি হলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অস্ট্রেলিয়ার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় কেক কেটে দিবসটি উদযাপন করা হয়।


অনুষ্ঠানে অস্ট্রেলিয়ায় বসবাসরত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অংশগ্রহনকারীদের একজন জানান, সবার উচ্ছ্বাস দেখে প্রায় বিশ্বাসই করে ফেলতে ইচ্ছে করছিল যে, এক লিটার সময়ের ভেতরে একমুঠো আড্ডা আর এক চিমটি স্মৃতিচারন মিশিয়ে নিলেই টাইম ট্র্যাভেল সম্ভব!

ঝলমলে আড়ম্বর হয়ত ছিলো না এমনকি ছিল না কোনো ব‍্যানারও কিন্তু সার্বজনীন উৎসবের আমেজ ছিলো পুরো অনুষ্ঠান জুড়েই।’জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস ২০২৫’ লেখা বিশালাকৃতি কেকের অপর প্রান্তে ছিল হাস‍্যজ্জ্বোল ৬ থেকে ৪৭ আবর্তনের এক ঝাঁক তরুণ প্রাণের সঞ্চার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category