শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৩৬ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানলে পুড়ে ছাই যেসব তারকার বাড়ি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ৪৩ Time View

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে হলিউডের বিভিন্ন তারকাদের বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার ২৪ ঘণ্টারও কম সময়ে ভয়াবহ দাবানলে হলিউড হিলসে অবস্থিত অনেক তারকার বাড়িতে এ ঘটনা ঘটে। অঞ্চলটিতে দাবানলে পাঁচজনের মৃত্যু ও ২ হাজারের বেশি কাঠামো ধ্বংস হয়েছে।

দাবানলে যে সব হলিউড তারকাদের বাড়ি পুড়েছে তাদের মধ্যে রয়েছেন- প্যারিস হিলটন, লেইটন মিস্টার, অ্যাডাম ব্রডি, আনা ফারিস ও জেনিফার লাভ হিউইটের মতো তারকাদের বিলাসবহুল বাড়ি। এছাড়া দাবানলের কবল থেকে বাঁচতে এই অঞ্চল থেকে হলিউড ও এলিট শ্রেণির অন্তত ৩০ হাজার বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।

প্যারিস হিলটন

প্যারিস হিলটন এবং কার্টার রিউম, তাদের সমুদ্র সৈকতের তীরে অবস্থিত ৮.৫ মিলিয়ন ডলারের মালিবু হাউস নামের ৩ হাজার বর্গফুটের বাড়িটি হারিয়েছেন। ১৯৫৫ সালে নির্মিত এই বাড়িটিতে ৩টি শয়নকক্ষ ওটি বাথরুম, দুটি গাড়ির গ্যারেজ, একটি উঠান ও একটি প্রশস্ত বসার ঘর ও ডাইনিংয়ের জায়গা ছিল।

নিজের বাড়িটি আগুনে পুড়তে দেখে প্যারিস হিলটন বলেন, ‘এই বাড়িটি যেখানে আমরা অনেক মূল্যবান স্মৃতি রয়েছে। এখানেই ফিনিক্স তার প্রথম পদক্ষেপ নিয়েছিল। এই ক্ষতি পুষিয়ে নেওয়া কঠিন, তবুও আমি কৃতজ্ঞ যে আমার পরিবার এবং পোষা প্রাণীরা নিরাপদে আছে।’

জেনিফার লাভ হিউইট

লস অ্যাঞ্জেলেসের দাবানলে বাড়ি হারানোদের মধ্যে রয়েছেন ৯-১-১ তারকা জেনিফার লাভ হিউইট। বুধবার ইনস্টাগ্রামে নিজের বাড়ি পুড়ে যাওয়ার কথা জানান তিনি। বলেন, ‘বলার মতো ভাষা নেই আমার। শুধু প্রার্থনা আমাদের বাড়ি এবং আমাদের বাচ্চাদের যতটা সম্ভব যেন ভালো থাকে। আমরা দেখছি সবকিছু পুড়ে গেছে।’

অ্যাডাম ব্রডি এবং লেইটন মিস্টার

প্যাসিফিক প্যালিসেডে অবস্থিত ৬.৫ মিলিয়ন ডলারের বাড়িটি দাবানলে পুড়তে দেখেছেন অ্যাডাম ব্রডি এবং লেইটন মিস্টার। এই বাড়িটিতেই ৯ বছরের মেয়ে আরলো ও ছেলে চারকে বড় করেছেন এই দম্পতি। ৫ বেড রুমের ৬ হাজার বর্গফুটের সেই স্বপ্নের বাড়িটিই এবার পুড়ে গেছে দাবানলে।

আনা ফারিস

আনা ফারিসের ৫ মিলিয়ন ডলারের স্বপ্নের বাড়িটিও দাবানলে পুড়ে গেছে। তবে পরিবারের সদস্যরা নিরাপদ থাকায় কৃতজ্ঞতা জানিয়েছেন এই অভিনেত্রী।

স্পেন্সার এবং হেইডি প্র্যাট

নিজের স্বপ্নের বাড়িটি চোখের সামনে আগুনে পুড়ে ছাই হতে দেখে কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে স্পেন্সার ও হেইডি প্র্যাটকে। এক ভিডিও বার্তায় প্র্যাট অশ্রু চোখে বলেন, ‘আমরা নিরাপদ। কিন্তু এটাই আমাদের সুন্দর বাড়ির বাকি ছিল। আমাদের বাড়ি যেখানে আমাদের বাচ্চারা বড় হয়েছিল এবং যেখানে তারা একদিন তাদের নিজেদের বড় করতে চেয়েছিল সেটা পুড়ে গেছে।’

ডায়ান ওয়ারেন

পুরস্কার বিজয়ী সুরকার ডায়ানও তার স্বপ্নের বাড়িটি হারিয়েছেন দাবানলে। তিনি বলেন, ‘এটি আমার সৈকত বাড়ি থেকে লিয়ার পাথরের তোলা শেষ ছবি। আমি প্রায় ৩০ বছর ধরে এই বাড়িটিতে থাকছিলাম।’

এছাড়াও দাবানলে পুড়ে স্বপ্নের বাড়ি ছাই হয়ে গেছে রিকি লেক, জ্যামেস উডস, বিলি ক্রিস্টাল, মেলিসা রিভার্স ও অ্যান্থনি হোপকিন্সের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category