বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৯:০৯ পূর্বাহ্ন

সিডনিতে “পড়ুয়ার আসর” এর বেগম রোকেয়া দিবস ও বিজয় দিবস উদযাপন

ডাঃ শাফিন রাশেদ
  • Update Time : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ৭৪ Time View

প্রতি বছরের মতো এবছরও সাংস্কৃতিক সংগঠন “পড়ুয়ার আসর” গতরাতে সিডনীর গ্লেনফিল্ড কমিউনিটি হলে তাঁদের বাৎসরিক অনুষ্ঠান রোকেয়া দিবস ও বিজয় দিবস সম্পন্ন করল।

এবার তাঁদের পরিবেশনায় উঠে এসেছে ব্রিটিশবিরোধী আন্দোলন ও আমাদের মুক্তিযুদ্ধের Unsung Heroes দের কথা। উঠে এসেছে বিজয় দিবসের উদ্দীপনা। সংগঠনের নিয়মিত সদস্যারা গদ্যপাঠ ও গীতি আলখ্যে তুলে ধরেন স্মরণীয় ও বরনীয় নারীদের মহান কীর্তি।

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন নাসরিন মোফাজ্জেল, রোকেয়া আহমেদ ও আসমা আলম কাশফি।

বিভিন্ন ক্ষেত্রে উৎসাহের জন্য এবার পড়ুয়ার আসর পুরুস্কার প্রদান করে। পুরুস্কার পেয়েছেন, সামিহা রাশেদ, আদৃতা রহমান, রোহান রহমান, আতিফ কাজী সহ অনেকে। পুরুস্কার প্রদান করেন, ডঃ আলী কাজী, আব্দুল জলিল, ডাঃ শাফিন রাশেদ সহ অনেকে।

গান পরিবেশন করেন, আদৃতা রহমান, সামিহা রাশেদ, নাজ আহমেদ, রুকসোনা বেগম, অমিয়া মতিন, আনিসুর রহমান, ফারিয়া-লুনিয়া, একেএম ফারুক, সাজ্জাদ চৌধুরী, মাসুদ মিঠুন প্রমুখ।

অনুষ্ঠান সম্পর্কে আলোচনা করেন সাংবাদিক অজয় দাশগুপ্ত ও সংগীত সংগঠক সিরাজুস সালেকীন।

কবিতা আবৃত্তি করেন আতিফ কাজী, পলি ফরহাদ, নাসিমা আক্তার, মুস্তাফিজ তালুকদার, আশফাক রহমান ও আরিফুর রহমান।

সিডনীর বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্হিত ছিলেন। তাঁরা হলেন নেহাল বারি, গামা কাদের, মোঃ শফিকুল আলম, কাউন্সিলর মাসুদ চৌধুরী, কাউন্সিলর আশিক রহমান, কাউন্সিলর এলিজা টুম্পা, মিলি ইসলাম, আবু আরেফিন ও আরও অনেকে।

শব্দ পরিচালনায় ছিলেন মাহাদী। তবলায় সঙ্গত করেন, শান্তনু কর ও রোহান রহমান। বই উপস্হাপনা ও সরবরাহে ছিল প্রশান্তিকা বইঘর।

খুব সল্পমুল্যে খাবারের ব্যবস্থাও ছিল। সার্বিক ভাবে অনুষ্ঠানটি ছিল অনুপ্রেরণার, আদর্শিক ও আনন্দের। উপস্হিত দর্শকরা যথেষ্ট উপভোগ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category