অস্ট্রেলিয়ার সিডনিতে অর্নিমা নামে এক গর্ভবতী কিশোরী হত্যাকান্ডের তিন বছর পর আদালতে হত্যাকারীর মুখোমুখি হয়েছেন কিশোরীর বাবা-মা। গত সোমবার হত্যাকারী জাফরের সাজা শুনানির অংশ হিসেবে আদালতে হাজির করা হলে ঐ কিশোরীর বাবা-মা তার মুখোমুখি হন। পরবর্তী তারিখে আসামীকে সাজা দেওয়া হবে।
জানা যায়, ২০২২ সালের ১৯ জানুয়ারী উত্তর প্যারামাটার বাড়িতে অ্যাসিড ভর্তি বাথটাব থেকে মৃত অবস্থায় কিশোরী অর্নিমাকে পাওয়া যায়। বিয়ের চার মাস পর গর্ভবতী অবস্থায় তাকে হত্যা করা হয়। অর্নিমার হত্যাকারী নিজের স্বামী জাফর, যা আত্মসমার্পনের পর জাফর স্বীকার করেছে। তবে সে কীভাবে এটি করেছে তার বিশদ বিবরণ কখনও জানায়নি।
পুলিশের অভিযোগ, অর্নিমাকে হয়তো শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এরপর আসামী জাফর তার স্ত্রীর লাশ বানিংস থেকে কিনে আনা হাইড্রোক্লোরিক ভর্তি বাথটাবের পানির মধ্যে রেখে দেন।
আর্নিমার মা মাহাফুজা আক্তার সিডনির সুপ্রিম কোর্টে মেয়ে হত্যার হৃদয়বিদারক জবানবন্দি দেন। তিনি বলেন, আমার কাছ থেকে মেয়েকে ছিনিয়ে নিয়েছিল । সে ডাক্তার হলে হাজার হাজার লোকের সেবা করতে পারত। অনির্মার ছোট বোন এখনও বোনের জন্য অপেক্ষা করে। বোন ফিরে আসবে, এটাই মনে করে।
অর্নিমার বাবা আবু হায়াত জানান, তিনি প্রতিদিন তার মেয়েকে মিস করেন এবং তিনি স্বপ্নে তার মেয়ের মুখ দেখেন ।
অর্নিমা ইউনিভার্সিটিতে মেডিসিনে দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত ছিল এবং তার স্বপ্ন ছিল সার্জন হওয়ার।
Leave a Reply