বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ১১:০৭ অপরাহ্ন

পাকিস্তানে রেলস্টেশনে বিস্ফোরণে নিহত ২৪

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ১২৩ Time View

পাকিস্তানের বেলুচিস্তানের কোয়েটা রেলওয়ে স্টেশনে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২৪ জন নিহত ও ৫০ জন আহত হয়েছেন। কোয়েটার সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (এসএসপি) অপারেশন মোহাম্মদ বালোচ হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন।

শনিবার (৯ নভেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।

প্রতিবেদনে বলা হয়, শনিবার পাকিস্তানের পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তানের কোয়েটায় একটি রেলস্টেশনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৪ জন নিহত ও ৫০ জন আহত হয়েছেন। পুলিশ বলছে, ঘটনাটি একটি আত্মঘাতী বিস্ফোরণ বলে মনে হচ্ছে। তবে এখনো তারা এ বিষয়ে নিশ্চিত হতে পারেন নি। প্রকৃত কারণ জানতে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশের এক কর্মকর্তা।

তবে এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি।

রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার সকাল ৯টায় জাফর এক্সপ্রেস পেশোয়ারের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। তবে ট্রেনটি প্ল্যাটফর্মে আসার আগ মুহূর্তেই এ বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের সময় প্ল্যাটফর্মে প্রচুর জনসমাগম ছিল।

কর্মকর্তারা বলছেন, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় বিস্ফোরণে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

এ ঘটনায় বেলুচিস্তান সরকারের মুখপাত্র শহিদ রিন্দ এক বিবৃতিতে বলেছেন, পুলিশ ও নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। বিস্ফোরণের প্রকৃত কারণ জানতে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি এই ঘটনার নিন্দা জানিয়েছেন। একইসঙ্গে নিরপরাধ মানুষকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে না পারে তার জন্য সম্ভাব্য সব ব্যবস্থা নেওয়ার সংকল্প পুনর্ব্যক্ত করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category