সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৯ অপরাহ্ন

সিডনিতে বুয়েট এলামনি অস্ট্রেলিয়ার বার্ষিক সাধারন সভা ও গালা নাইট অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ১৭২ Time View

সিডনিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এলামনি অস্ট্রেলিয়ার বার্ষিক সাধারন সভা ও গালা নাইট অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২ নভেম্বর) সন্ধ্যায়  সিডনির ব্যাংকসটাউন এম্পোরিয়াম ফাংশন সেন্টারে এ বার্ষিক সাধারন সভা ও গালা নাইটের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সিডনিসহ অন্যান্য শহরের  বুয়েট এর প্রাক্তন প্রায় ৩০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।


নতুন কমিটির সভাপতি হিসেবে ফেরদৌস আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে ইয়ামিন রাজীব নির্বাচিত হন। সভায় বিদায়ী কমিটির সভাপতি নিশাত সিদ্দিকী বিদায়ী নির্বাহী কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন ।  সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল গত দুই বছরের কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণ উপস্থাপন এবং কোষাধ্যক্ষ মাশফিকুর রহমান সংগঠনের আর্থিক বিবরণী প্রদান করেন।


বিশেষ অতিথিদের মধ্যে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের প্রতিনিধি এবং স্পনসররা উপস্থিত ছিলেন।
গালা নাইটের অন্যতম আকর্ষণ ছিল ক্রোড়পত্র প্রকাশ। এছাড়াও ঐক্য ও ঐতিহ্যের প্রতীক হিসেবে বুয়েট এর সকল প্রাক্তন ছাত্রছাত্রীকে বুয়েট লোগো সম্বলিত উত্তরীয় উপহার দেওয়া হয়। গালা নাইটের সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত, নৃত্য, আবৃত্তি এবং নাটিকায় বুয়েট এর প্রাক্তন ছাত্র এবং তাদের পরিবারবর্গ অংশগ্রহন করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category