বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৬:০০ পূর্বাহ্ন

ফেস অব এশিয়ায় জারিফ ও আকলিমার বাজিমাত

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ২৮২ Time View

দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত ফেস অব এশিয়ায় সফলতা দেখিয়ে চলছে ফেস অব বাংলাদেশ জারিফ শাবাব ও আকলিমা আতিকা কণিকা। তাঁদের অর্জন ফ্যাশন ও মডেলিংয়ের বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করছে।

গত ৩০ অক্টোবর থেকে ২ নভেম্বর দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত এশিয়া মডেল ফেস্টিভ্যালে ফেস অব এশিয়া, এশিয়া ওপেন কালেকশন, এশিয়া মডেল অ্যাওয়ার্ড- এই তিনটি অংশ থাকে এই ইভেন্টে। ফেস অব এশিয়ার অংশ হিসেবে চলতি বছরের জুন মাসে বাংলাদেশে অনুষ্ঠিত আর্কা ফ্যাশন উইকে ফেস অব বাংলাদেশ নির্বাচিত হন জারিফ শাবাব, আকলিমা আতিকা ও দিল আফরোজ হাসান।

ফেস অব এশিয়ায় ২৭টি দেশের নির্বাচিত ৫০জন মডেলের মধ্যে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন জারিফ শাবাব ও আকলিমা আতিকা। এতে শীর্ষ ১০ এ আছেন নবীন মডেল জারিফ শাবাব। ২৭টি দেশের মোট ৩৭ জন তরুণী আর ২৩ জন্য তরুণ মডেলদের মাঝে জারিফ শাবাবের শীর্ষ দশে অবস্থান নিঃসন্দেহে প্রশংসনীয়।

এছাড়া ‘ভোটিং রাউন্ড’-এ সবচেয়ে বেশি ভোট পেয়েছেন জারিফ। আন্তর্জাতিক মডেলিং প্রতিযোগিতায় ভোটিং রাউন্ড বিজয়ী প্রথম বাংলাদেশি জারিফ। আকলিমা কণিকা হয়েছেন তৃতীয়। আর নারী মডেলদের মধ্যে প্রথম।

স্কিন কেয়ারের সুপরিচিত কোরিয়ান ব্র্যান্ড এক্সআইইএল জারিফের ডায়নামিক কনটেন্ট ফিচারের জন্য পছন্দ করে। এছাড়া এশিয়া ওপেন কালেকশনে  ডব্লিও হোমি, লাইন হোমি, এটুআর, ফোটন গার্মেন্ট-এর মতো টপ ডিজাইনারদের কাস্টের জন্যও নির্বাচিত হন তিনি।

অনুষ্ঠান জুড়ে দারুণ সব অভিজ্ঞতা অর্জন করেছেন শাবাব। বেশ কিছু প্রমোশনাল শ্যুট করেছেন সেখানে তিনি। আইকনিক হাই ওয়ান রিসোর্টসহ বেশ কিছু হাই প্রোফাইল ফটোশ্যুটে অংশ নিয়েছেন। পাশাপাশি জারিফের প্রাপ্তির ঝুলিতে যোগ হয় ‘আমাঙ ম্যাগাজিন অ্যাম্বাসিডরশিপ’ পুরস্কার। এছাড়াও বিভিন্ন কোরিয়ান ব্র্যান্ডের সঙ্গেও চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

এদিকে আকলিমা আতিকা কণিকা স্পনসর অ্যাওয়ার্ড ‘ইউ অ্যান্ড আই’ জিতে পুরস্কার হিসেবে পেয়েছেন ১০ লাখ কোরিয়ান ওন। লাইন কালেকশন, ডাক ডাইভ, গ্রিডিলাস ও এভিটার রানওয়েতে তাঁর উপস্থিতি ছিল নজরকাড়া।

এ বছর এশিয়া মডেল ফেস্টিভ্যালে বাংলাদেশের উপস্থিতি সাফল্যে পরিপূর্ণ ও ঐতিহাসিক। দুজন প্রতিনিধিই মর্যাদাপূর্ণ দুটি অ্যাওয়ার্ড নিয়ে আসছেন দেশে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category