বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৩ পূর্বাহ্ন

সিডনিতে শ্রী শ্রী শ্যামা পূজা ও দীপাবলি উৎসব উদযাপন

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১০৫ Time View

অস্ট্রেলিয়ার সিডনিতে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রী শ্রী  শ্যামা পূজা ও দীপাবলী উদযাপন করা হয়েছে । ১ নভেম্বর (শুক্রবার) সন্ধায় ১০৮ ল্যাকেম্বা স্ট্রীটে এ শ্যামা পূজার আয়োজন করে ডান্স একাডেমি। এতে সিডনির জাতি ধর্ম নির্বিশেষে সব প্রগতিশীল বাঙালিরা অংশগ্রহন করে।

অনুষ্ঠানের সার্বিক পরিকল্পনা, ব্যবস্থাপনায় ছিলেন রাজেশ ও মৌসুমী সাহা। পূজা পরিচালনা করেন পুরোহিত বাসব রায়। পূজা উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালিত হয়। অননুষ্ঠানটি গ্রন্থনা, পরিচালনা ও উপস্থাপনায় ছিলেন ড. রতন কুন্ডু। পূজোয় সংগীত পরিবেশন করেন সুস্মিতা ধর, সোনালী দাস, অনুলেখা পন্ডিত, রন্জনা সরকার ছবি, নিলুফা ইয়াসমিন সহ অন্যান্য কন্ঠশিল্পী বৃন্দ। কবিতা আবৃত্তি করেন ফাইজুন্নাহার পলি, নূসরাত জাহান স্মৃতি প্রমুখ। নৃত্যে অংশগ্রহন করেন মৌসুমী সাহা ও নৃত্যান্জলী ডান্স একাডেমীর অন্যান্য শিল্পীবৃন্দ।

অনুস্ঠানে জাতি ধর্ম ও বর্ণ নির্বিশেষে সিডনির বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ, নারী উদ্যোক্তা, কাউন্সিলর, একাডেমিক ও সাংবাদিক মিলিয়ে শতাধিক অতিথির সমাগম হয়েছিলো এ শ্যামা পূজায়। প্রতিবছরের মত এবারে অনুষ্ঠিত হয়েছে প্রদীপ প্রজ্জালন ও ছোট্ট সেনামনিদের আতশবাজি খেলা।

পুরোহিত বাসব রায়ের মন্ত্রের জলদগম্ভীর উচ্চারণে দেবীর আবাহন, প্রাণ প্রতিষ্ঠা, পূজার্ঘ নিবেদন, হোমাগ্নি, যজ্ঞ, পুষ্পান্জলি ও প্রনাম মন্ত্র পাঠ সহ অন্যান্য ধর্মীয় আচার সম্পন্ন করেন। ধুপ, দ্বীপ, নৈবেদ্য, ঢাকের বাদ্য, খোল, করতাল, কাসর ঘন্টা, শঙ্খনাদ ও হুলুধ্বনির মাধ্যমে পূজোয় একটি অপার্থিব আবহ তৈরী করেছিলো। পূজোর নারু মোয়া সন্দেশ সহ সকল প্রসাদে ছিল অমৃতের স্বাদ। এ ছাড়াও সান্ধ্যকালীন চা, বাংলার ঐতিহ্যবাহী লুচি,ডাল, সবজি দিয়ে অপরাহ্নের জলযোগ ও হরেক ব্যন্জন দিয়ে সবাইকে নৈশভোজে আপ্যায়ন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category