বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১২:৪৩ অপরাহ্ন

অস্ট্রেলিয়ায় বসন্ত উৎসব ‘ফাগুন আড্ডা’ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩২৯ Time View

গত 18th February 2024 PBWA( প্রবাসী বাংলাদেশী ওমেন্স এ্যাসোসিয়েশন) এর উদ্যেগে Wiley Park এ আয়োজিত হয়েছিল বাংলাদেশের বসন্ত উৎসব ‘ফাগুন আড্ডা’।
মূলত হলুদ সবুজ শাড়ী পোশাকে সজ্জিত নারীদের সমারোহ ছিল এই অনুষ্ঠানের শোভা। অতিথিদের সংখ্যা ছিল প্রায় পচাত্তর জন।
এই অনুষ্ঠান টি ছিল কমিউনিটির সকল নারীদের জন্য উন্মুক্ত।
নারীরা বাড়িতে তৈরি বিভিন্ন মুখরোচক খাবার নিয়ে এসেছিল।
ফাল্গুনের বিভিন্ন বিভিন্ন পোস্টার এবং ফুলের সাথে ছবি তোলার সাড়া পড়ে গিয়েছিল।


PBWA এর সদস্যবৃন্দ এই অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন। এই অনুষ্ঠানের সকল আয়োজন PBWAএর সদস্যরা নিজেরাই করেছিলেন।
বিভিন্ন এলাকা থেকে আগত নারীরা পরিচিত হয়েছিলেন একে অপরের সাথে এবং আড্ডায় মেতে উঠেছিলেন।
অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন ফারিহা আনজুম এবং গান পরিবেশন করেন আয়েশা কলি ও মারিয়া মুন।
অনুষ্ঠানের বাড়তি আকর্ষণ ছিল বালিশ খেলা এবং পুরষ্কার বিতরণ।
অনুষ্ঠানের শেষে কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
এই অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে ছিলেন Canterbery Bankstownএর কাউন্সিলর সাজেদা টিটু, বিশেষ সংস্কৃতিক ব্যাক্তিত্ব পূরবী পারমিতা, সুলতানা আকতার, বিলকিস জাহান এবং Liz Dickson (Canterbury Bankstown community person)

PBWA সংগঠনটির প্রেসিডেন্ট ফেরদৌস সুলতানা এবং সেক্রেটারি পলি ফরহাদ।
এছাড়াও এই সংগঠন এর সদস্যরা ছিলেন নাসরিন, হাসি, লিজা, মনোয়ারা, নিলুফা, কলি, শামীমা, মুন, বিন্দু, শায়লা , এবং এনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category