আগামী ৫ই মে রবিবার ফাগুন হাওয়া আয়োজনে “বৈশাখী আড্ডা” অনুষ্ঠিত হবে সিডনির ওরিয়ন ফাংশন সেন্টারে। এবারের আয়োজনে বিশেষ আকর্ষন হিসাবে বাংলাদেশ থেকে স্টেজ পারফর্মেন্স করতে আসছেন জনপ্রিয় অভিনেতা জায়েদ খান এবং সংগীত শিল্পী প্রতীক হাসান। এই অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় থাকবে ওমেন কাউন্সিল অস্ট্রেলিয়া। উক্ত অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসাবে থাকবে AAAN Homes Interior Design Studio ।
Leave a Reply