সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
মঙ্গলবারও চলবে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি নির্বাচন প্রস্তুতির বিষয়ে অন্তর্বর্তী সরকার স্বচ্ছতা বজায় রেখেছে: প্রেস সচিব সৌদিতে ২১ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার দেড় ঘণ্টা পর চকবাজারের আগুন নিয়ন্ত্রণে ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধসে নিহত ৩০৩, নিখোঁজ ২৭৯ অস্ট্রেলিয়ায় দুই বিমানের সংঘর্ষে পাইলট নিহত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বন্দুক হামলায় শিশুসহ নিহত ৪ আফগানদের ভিসা দেওয়া বন্ধ করল যুক্তরাষ্ট্র সিডনির সাংস্কৃতিক মঞ্চে নতুন মাত্রা—ঝলমলে আয়োজন “জলসা Night” সেই সাথে “Splash” ব‍্যান্ডের নতুন যাত্রা ৬২ বছর বয়সে বান্ধবীকে বিয়ে করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

সিডনিতে সিস্টারহুড ফেস্ট অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ১৭৪ Time View

অস্ট্রেলিয়ায় সিডনির মারানা অডিটোরিয়ামে অজি বাংলা সিস্টারহুড এর আয়োজনে গত ২৫ আগস্ট (রবিবার) চতুর্থবারের মতো সিস্টারহুড ফেস্ট অনুষ্ঠিত হয়েছে।

এসময় সুসজ্জিত অডিটোরিয়ামে কানিতা আহিমেদ এবং প্রত্যাশা ইকবালের তৈরি দুটি ফটোবুথ দর্শকদের দারুণভাবে আকৃষ্ট করেছে। এই আয়োজন এর টাইটেল স্পন্সর ছিলেন জাজ ফুডস এর কর্নধার আফরিন আলম যিনি সার্বিকভাবে সাহায্য করেন এই আয়োজনে। সেই সাথে ম্যানেজমেন্ট টিম এবং সকল স্পন্সরদের সহায়তা ছিলো অতুলনীয়। অতিথিদের মধ্যে থেকে প্রশংসার জোয়ার ছিল অনুষ্ঠানের বাহ্যিক নান্দনিকতা আর সুব্যাবস্থাপনা দেখে।

অনুষ্ঠানের সঞ্চালনার ছিলেন মেহরুবা জেবিন এবং নুদ্রাত লোহানি, যারা অত্যন্ত সুনিপুণভাবে অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন। অনুষ্ঠানের শুরুতে ছিল গত জুলাইয়ের আন্দোলন এ নিহত ছাত্রদের নিয়ে একটা বিশেষ ট্রিবিউট , যা দেখে উপস্থিত সকলেই আবেগাপ্লুত হয়ে পড়েন। তারপর আগত অতিথিরা সবাই সমবেত হয়ে গেয়েছেন, এমন দেশটি কোথাও খুজে পাবে না কো তুমি।

এছাড়া, অনুষ্ঠানটি সাজানো হয়েছিলো বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায়, যেখানে মন্যমুগ্ধকর নাচ এবং সংগীতের মাধ্যমে দর্শকবৃন্দ একটা সুন্দর সময় অতিবাহিত হয়।

এই বছরের সিস্টারহুড ফেস্ট সিডনিতে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হলো। এই আয়োজন শুধু একটি সাংস্কৃতিক উৎসব বা মিলনমেলা নয়, এই উৎসব নারীদের মধ্যে একটি শক্তিশালী সম্প্রদায়বোধ তৈরি করেছে, যা তাদের মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে।

আয়োজক, অজি বাংলা সিস্টারহুড এর প্রতিষ্ঠাতা জান্নাত ফেরদৌস মনে করেন, এই প্লাটফর্মটি অস্ট্রেলিয়ার বাংলাদেশী নারীদের একতার এক অনন্য নিদর্শন। আমরা নারীরা সুখে, শোকে, প্রতিবাদে বা কোন বিপদে আপদে একে অপরের পাশে আছি এবং সবাই একসাথে আছি এইটাই আমাদের এই প্লাটফর্ম এর প্রাপ্তি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category