সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০১ পূর্বাহ্ন

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নতুন করে দপ্তর বণ্টন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ২০ Time View

অন্তর্বর্তীকালীন সরকারের নতুন চার উপদেষ্টাকে বিভিন্ন মন্ত্রণালয় ভাগ করে দেওয়ার ক্ষেত্র বেশ রদবদল করা হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) বিকেলে বঙ্গভবনে শপথ নেওয়ার পর সন্ধ্যায় নতুন করে মন্ত্রণালয় বণ্টন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নবনিযুক্ত চার উপদেষ্টাদের মধ্যে লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রণালয়ের উপদেষ্টা নিয়োগ পেয়েছেন। অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদকে পরিকল্পনা মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হয়েছে। সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদারকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। সাবেক সচিব মুহাম্মদ ফাওজুল কবির খানকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া পূর্বের বন্টনকৃত মন্ত্রণালয়েও বেশ রদবদল করেছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রাথমিক ভাবে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের অধীনে ছিল ২৭টি মন্ত্রণালয়। কিন্তু আজ নতুন চার উপদেষ্টাসহ অন্যান্যদের মধ্যে কিছু মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার পর এখন তার অধীনে আছে ৯টি মন্ত্রণালয়। সেগুলো হলো: মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, খাদ্য মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, নৌ-পরিবহন মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

ড. সালেহ উদ্দিন আহমেদ প্রথমে অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। কিন্তু এখন থেকে তিনি পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিবর্তে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন।

ড. আসিফ নজরুল প্রথমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। এখন থেকে তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করবেন।

আদিলুর রহমান খান প্রথমে শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। এর পাশাপাশি তিনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।

রিজওয়ানা হাসান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পাশাপাশি নতুন করে পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।

নাহিদ ইসলাম ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের পাশাপাশি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।

আসিফ মাহমুদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পাশাপাশি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন।

ফারুকী আজম মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category