সিডনির ক্যাম্পবেলটাউনে “উই আর কমিউনিটি” এর নেতৃবৃন্দের সাথে ১১ আগস্ট সকালে এবি স্ট্রিট লাইব্রেরির নেতৃবৃন্দের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
এসময় এবি স্ট্রিট লাইব্রেরির সভাপতি কামাল পাশা এবং সেক্রেটারি আশিক রহমান অ্যাশ, সংগঠনটির সভাপতি পল ম্যাকিন উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে উই আর কমিউনিটির কার্যক্রম এবং এবি স্ট্রিট লাইব্রেরি কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়। তারপর উভয় পক্ষ পরস্পরের মধ্যে একটি দীর্ঘ এবং ফলপ্রসূ সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।
উই আর কমিউনিটি তাদের প্রাঙ্গনে এবি স্ট্রিট লাইব্রেরির পরবর্তী শাখা স্থাপনের অনুমতি দেয়।
এ-বি স্ট্রিট লাইব্রেরি একটি বই পড়ার কর্মসূচি যেখানে স্বাধীনভাবে জ্ঞান ভাগাভাগির একটি চমৎকার ব্যবস্থা। সংগঠনটি ১০০টি লাইব্রেরি প্রতিষ্ঠার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে।
উল্লেখ্য, আগ্রহী যে কেউ নিজ বাড়ির আঙ্গিনায় এই জনপ্রিয় স্ট্রিট লাইব্রেরি করতে চাইলে আয়োজকদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এছাড়া বাংলা অথবা যে কোনো ভাষার নতুন কিংবা পুরোনো বই দান করে এই মহতী উদ্যোগকে এগিয়ে নেওয়ার সুযোগ রয়েছে।
Leave a Reply