রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ১২:৫৫ অপরাহ্ন

রেসিডেনসিয়াল মডেল কলেজের ছাত্র ফারহান নিহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
  • ১৭০ Time View

কোটা সংস্কারের দাবিতে রাজধানীর ধানমন্ডিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের সংঘর্ষে ফারহান ফাইয়াজ রাতুল নামের এক ছাত্র নিহত হয়েছে।

ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে তিনটার দিকে মোহাম্মদপুর এলাকার সিটি হাসপাতালে তার মৃত্যু হয়।

ফারহান ফাইয়াজ রাতুল রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল।

রেসিডেনসিয়াল মডেল কলেজের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করে জানায়, নিহত ছাত্রের নাম ফারহান ফাইয়াজ রাতুল। আজ বিকেল সাড়ে তিনটার দিকে মোহাম্মদপুর এলাকার সিটি হাসপাতালে ফারহানের মৃত্যু হয়। তার শরীরে রাবার বুলেটের ক্ষত রয়েছে।

জানা গেছে, আন্দোলনের সময় ধানমন্ডির রাপা প্লাজার কাছে আহত হন কিশোর ফারহান ফাইয়াজ। রিকশায় আহত ফারহানকে নিয়ে হাসপাতালে ছোটে উদ্ধারকারীরা। বাঁচানোর চেষ্টা চললেও সাত মসজিদ রোডের একটি হাসপাতালে মারা যান তিনি।

প্রসঙ্গত, সকালে কোটা আন্দোলনকারীদের সঙ্গে সরকার সমর্থক ও পুলিশের দফায় দফায় সংঘর্ষে যুদ্ধাবস্থার রূপ নেয় ধানমন্ডির পুরানো ২৭ নম্বর সড়ক এলাকা। বৃহস্পতিবার বেলা ১১টার পর থেকেই রাপা প্লাজার পাশের মোড় থেকে শুরু হয় সংঘর্ষ, পড়ে তা ছড়িয়ে পড়ে আরও বিস্তৃত এলাকায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category