রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০২:৫৮ পূর্বাহ্ন

কোটা ইস্যুতে উত্তাল রাজধানী, শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ২৩৪ Time View

সরকারি চাকরিতে ৫৬ শতাংশ কোটা পুনর্বহালের প্রতিবাদে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের অংশ হিসেবে আজ চতুর্থ দিন গণপদযাত্রা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল ১১টা থেকে ঢাবির কেন্দ্রীয় লাইব্রেরির সামনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’–এর ব্যানারে মিছিল নিয়ে সংগঠিত হন শিক্ষার্থীরা এবং এখান থেকে পদযাত্রা শুরু করেন তারা।

দুপুর ১২টায় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে শাহবাগে এসে মিছিলটি থামে। পরে শাহবাগ মোড়ে সড়কের ওপর অবস্থান নেন তারা।

উল্লেখ্য, এ সময় তারা “রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত, জেগেছে রে জেগেছে ছাত্র সমাজ জেগেছে, লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে, কোটা না মেধা মেধা মেধা, সারা বাংলায় খবর দে কোটা প্রথার কবর দে” সহ নানা স্লোগানে মুখরিত করেন শাহবাগ মোড় এলাকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category