রংপুরে পৃথক স্থানে একই দিনে সকাল থেকে দুপুর পর্যন্ত পানিতে ডুবে ভাইবোনসহ মোট ৫ জনের মৃত্যু হয়েছে।
বুধবার (২৬ জুন) সকাল ৮টা থেকে দুপুর ২টার মধ্যে এসব ঘটনা ঘটে।
এদের মধ্যে মিঠাপুকুরে সকালে এক জন, দুপুরে মিঠাপুকুরের পায়রাবন্দ ঘাঘট নদীতে ২ জন এবং রংপুর নগরীর ভুরাঘাট এলাকার ঘাঘট নদীতে ২ জনের পানিতে ডুবে মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রংপুর নগরীর ১৫ নং ওয়ার্ডের ভুরারঘাটের ঘাঘট নদীতে গোসল করতে নেমে ভাই বোনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন ঘাঘটপাড়া এলাকার আনিসুলের মোরসালিন আহমেদ জিম (১০) এবং রতন মিয়ার মেয়ে আরশি বেগম (১২)। নিহত দুজন সম্পর্কে জ্যাঠাত-চাচাতো দুই ভাই বোন। নিহত দুইজনেই স্থানীয় নর্থ বেঙ্গল আইডিয়াল স্কুল এন্ড কলেজ এর শিক্ষার্থী। আরশি ৬ষ্ঠ ও জিম পঞ্চম শ্রেণিতে পড়তেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন মিলে ঘাঘট নদীতে দুপুরের সময় গোসল করতে নামে তারা। গোসলে নামার পর পানির স্রোতে নদীর মধ্যখানে চলে যায় এবং এক সময় পানিতে ডুবে যায়। পরে ঘটনাস্থলে রংপুর ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়ে বিকেলে সাড়ে ৩টার দিকে তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এদিকে মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের আঠারোকাটা গ্রাম সংলগ্ন ঘাঘট নদীতে পানিতে ডুবে দুপুর আড়াইটার দিকে আইশা খাতুন ও আয়াত খাতুন নামে দুই বোনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে মিঠাপুকুরের ১১নং বড়বালা ইউপির পশ্চিম বড়বালা এলাকায় সকাল ৯টার দিকে এরশাদুল হকের এক বছরের মেয়ে মিফতাহুল জান্নাত মাইশা বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে মারা যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ।
Leave a Reply