শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ১১:৫৯ অপরাহ্ন

দিল্লিতে শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ২৮৫ Time View

ভারতের ফোরকোর্টের রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে। দিল্লি সফরের দ্বিতীয় দিনে শনিবার (২২ জুন) সকালে এ সংবর্ধনা দেওয়া হয়। এ সময় শেখ হাসিনা সশস্ত্র সালাম গ্রহণ ও গার্ড অব অনার পরিদর্শন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর শেখ হাসিনা রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন।

এদিকে স্থানীয় সময় বেলা সাড়ে ১১ টায় হায়দ্রাবাদ হাউসে নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত বৈঠক করবেন শেখ হাসিনা। বৈঠক শেষে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত এমওইউ ও চুক্তি বিনিময় হওয়ার কথা রয়েছে। পরে দুই দেশের সরকার প্রধানের যৌথ বিবৃতিতে বিস্তারিত জানানোর কথা রয়েছে।

শনিবার বিকালে রাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে হবে একান্ত সাক্ষাৎ। সফর শেষে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় দিল্লির পালাম বিমানবন্দর থেকে দেশের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category