গত ২ রা জুন রবিবার সিডনির ক্যামসিতে দেবী সাহা ও গৌতম সাহার বাড়িতে বাবা লোকনাথের ১৩৪ তম তিরোধান স্মরোণোৎসব পালন উপলক্ষ্যে দিনব্যাপী আয়োজন করা হয়।
গত ২৪ বছর ধরে দেবী সাহা তার বাড়িতে এই মহা পূজার আয়োজন করে থাকেন।তিনি এবং তার পরিবার বাবা লোকনাথের কৃপা পেয়েছেন বলে জানান।তিনি আরো বলেন বাবা লোকনাথের বাণী তিনি মন প্রাণে ধারন করেন,”বাবা লোকনাথ ভক্তদের মনে সবসময় ভরসা জুগিয়েছেন, ‘তুমি কখনো একা নও,আমি সর্বদা তোমার সঙ্গে আছি। এই সত্যটি কখনওই ভুলে যেও না।’
প্রতিবছরের এই দিনটিতে দেবী সাহার বাড়ীতে বাবার পূজার আয়োজনের পাশাপাশি বিরাট প্যান্ডেল করা হয় ।সকাল ১০টা থেকে বাবার ভক্তদের আসা শুরু হয়এবং তা চলে রাত ১২টা পর্যন্ত।সকালে পূজা, ভোগ আরতী অঞ্জলী বাল্যভোজন সহ পূজার নানা ক্রিয়া সম্পন্ন হয়।সন্ধ্যায় পূজা আরতী সহ নাম কীর্তন ও করা হয়।এই উপলক্ষে হাজারেরও অধিক লোকের ভোজনের ব্যবস্থাও করা হয়।সিডনির বিভিন্ন প্রান্ত থেকে বাবা লোকনাথের ভক্তরা এই পূজায় সামিল হয়।হাজারো লোকের সমাগমে দেবী সাহার বাড়িটি যেন মন্দিরে রুপান্তরিত হয়।
বাবা লোকনাথ বাংলাদেশের নারায়ণগঞ্জে সোনারগাঁওয়ের বারদী আশ্রমে মহাসমাধি লাভ করেছিলেন।
বাবা লোকনাথ খুব সাধারনভাবে নিজের জীবনযাপন করতেন। তাই তার পুজোতে কোনও বিশেষ আড়ম্বরের প্রয়োজন হয় না। প্রয়োজন হয় শুধু ভক্তি, শুদ্ধ নিখাদ ভক্তি।
মিছরি হল লোকনাথ বাবার প্রিয় ভোগ। এছাড়া ঐ দিন অনেকেই খিচুড়ি, তরকারি, লাবড়া, চাটনি, নানারকম নিরামিষ পদ রান্না করে বাবা লোকনাথকে ভোগ নিবেদন করে থাকেন।
‘রণে-বনে-জলে-জঙ্গলে যখনই বিপদে পড়িবে, আমাকে স্মরণ করিও, আমিই রক্ষা করিব। ‘ জয় বাবা লোকনাথ।
Leave a Reply