 
																
								
                                    
									
                                 
							
							 
                    ময়মনসিংহে বরেণ্য মনীষী গোলাম সামদানী কোরায়শীর মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার সন্ধ্যায় ময়মনসিংহ উদীচী শিল্পীগোষ্ঠী ময়মনসিংহ জেলা সংসদ কার্যালয়ে আয়োজিত
আলোচনা সভায় গোলাম সামদানী কোরায়শী স্মৃতি পরিষদ ময়মনসিংহ এর সদস্য সচিব স্বাধীন চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ময়মনসিংহ জেলা শাখার সভাপতি এডভোকেট এমদাদুল হক মিল্লাত,জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লেখক গবেষক স্বপন ধর এবং গোলাম সামদানী কোরায়শী পরিবারের পক্ষ থেকে কবি ও সংগঠক ইয়াজদানী কোরায়শী কাজল।
ময়মনসিংহ নগরের সাহিত্য-সংস্কৃতি-সামাজিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ স্মরণায়োজনে উপস্থিত ছিলেন।
 
													