শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০৮:০৫ অপরাহ্ন

অস্ট্রেলিয়ায় বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন ও অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস ফোরামের বৈঠক

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ মে, ২০২৪
  • ২০১ Time View

অস্ট্রেলিয়ায় বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন এর সাথে অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস ফোরামের বৈঠক অনুষ্ঠিত হয়েছে । শনিবার (৪ মে) অস্ট্রেলিয়ায় ফোরামের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ দুই সংগঠনের নেতৃবৃন্দ মিলিত হন।
বৈঠকে সিডনিতে আগামী ৩ ও ৪ অক্টোবর দুই দিনব্যাপী আয়োজিত ট্রেড ফেয়ার সফল ভাবে সম্পন্ন করার বিষয় ও পারস্পরিক সহায়তার বিষয়ে আলোচনা করা হয়।
এসময় সিঙ্গেল কান্ট্রি ফেয়ার অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য প্রসারের সম্ভাবনা ও সাফল্য এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন ও তার গ্রুপ সার্বিক সহায়তা প্রদান সহ বাংলাদেশের হাই কমিশনার ক্যানবেররা ও এবিবিএফ এর সাথে যৌথভাবে কাজ করবে বলে জানান এসোসিয়েশনের চেয়ারম্যান মো শাহীন আহমেদ।
বৈঠকে অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরাম (এবিবিএফ) এর সভাপতি আব্দুল খান রতন, বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশনের সাধারন সম্পাদক মো শাখাওয়াত উল্লাহ, ওয়েলকট ইন্টারন্যাশনাল, নিউজিল্যান্ড ইন্টারন্যাশনালের সিইও ও বাংলাদেশ কটন এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট মো নুরুজ্জামান, লেক্সিম ট্রেড ইন্টান্যাশনালের প্রেসিডেন্ট ও সিইও, মো আবুল কালাম আজাদ (লোটন) সহ বোর্ডের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category