অস্ট্রেলিয়ায় ফাগুন হাওয়া ইনক এর বৈশাখী আড্ডায় পারফর্ম করতে সিডনিতে পৌছেছেন জায়েদ খানও নুসরাত ফারিয়া ।সংগীত পরিবেশন করবেন শিল্পী প্রতীক হাসান। আজ ২মে (বৃহস্পতিবার) মেলবোর্ন থেকে অভিনেতারা অস্ট্রেলিয়ার সিডনিতে এসে পৌছান।
জানায় যায়, আগামী ৫ মে রবিবার অস্ট্রেলিয়ার সিডনির ওরিয়ন ফাংশন সেন্টার ক্যাম্পসিতে ‘ফাগুন হাওয়া ইনক’ আয়োজিত বর্ণিল বৈশাখী আড্ডা অনুষ্ঠিত হবে। আর সেখানেই অতিথি হিসেবে পারফর্ম করবেন ঢাকাই চলচ্চিত্র নায়ক জায়েদ খান।
ফাগুন হাওয়া ইনকের প্রেসিডেন্ট তিশা তানিয়া জানান, তাদের এই জাকজমকপূর্ন অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।জায়েদ খান নুসরাত ফারিয়ার বিশেষ পারফর্মন্সে ক্যামসির ওরিয়ন ফাংসন সেন্টারে বৈশাখী উৎসবে মেতে উঠবে সকল দর্শক।
Leave a Reply