অস্ট্রেলিয়ার সিডনিতে নিউ সাউথ ওয়েলস ইউনিভার্সিটির সায়েন্স থিয়েটারে আগামী ১ জুন জমজমাট কনসার্টের আয়োজন করা হবে। এ অনুষ্ঠানে বাংলাদেশের জনপ্রিয় সংগীত তারকা, সুদর্শন অভিনেতা এবং মডেল তাহসান খান উপস্থিত থেকে দর্শক মাতাবেন । ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের প্রাক্তন ছাত্রদের সংগঠন অস্ট্রেলিয়ার এল্যামনাই রেমিয়ানস অস্ট্রেলিয়া এই কনসার্টের আয়োজন করছে।
রেমিয়ানস অস্ট্রেলিয়ার এই আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক বাংলাদেশের বৃহত্তম ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড আড়ংয়ের ই-কমার্স প্ল্যাটফর্ম aarong.com নামের অনলাইন প্রতিষ্ঠান। অনলাইনে টিকেট পাওয়া যাবে www.deshievents.com.au
Leave a Reply