কারো কারো কাছে বন্ধুত্ব নিছক ফান,কারো কাছে সুযোগের সদব্যবহার।প্রয়োজনে বন্ধু বানিয়ে উদ্দেশ্য হাসিল করে উল্টো পথে হাটা দেয়া।এবং বন্ধুত্ব কেন রাখতে পারলো না তার স্বপক্ষে ভুলভাল কথা বলে কুৎসা রটানো।
কারো কাছে শুধুই সময় কাটানো।
এই রকম বন্ধুত্বের হাত নিয়ে যারা আসেন তাদেরকে বলছি একটু ভাবেন,যারা এই ভাবে বন্ধুত্বের সুযোগ নিয়ে সুসময় কাটিয়ে চলে যাবার আগে একবার ভাবুন
কষ্ট দিয়ে যাচ্ছেন না তো!!!!
আপনার এই সুযোগের সদব্যবহারের সময়টুকু সে আপন মনে করে সময় দিয়ে মানসিকভাবে যে বন্ধুত্বের সেতু তৈরী করেছে তা ভেঙে দিলেন না তো।
যে ভুলভাল কথা বললেন তা তার মানসিক স্বাস্থ্যকে কতটা দূর্বল করলো তা কি ভেবেছেন ????
ভেবে দেখুন বন্ধুত্ব হলো মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক, আত্মার সাথে শক্তিশালী বন্ধন।
বন্ধুত্ব মানে মানুষের সাথে মানুষের এমন একটি বন্ধন যা তাদেরকে সংযুক্ত করে এবং একে অপরের অনুভূতি এবং চিন্তা ভাগ করে নিতে পারে।
বন্ধুত্ব মানে একে অপরের মনের পরিচিত এবং পছন্দের মিল।
বন্ধুত্ব মানে দুজন বা দুয়ের অধিক লোকেরা একে অপরের সাথে কথা বলে এবং একসাথে সময় কাটায়। তারা একে অপরকে বিশ্বাস করে এবং যখন তারা সমস্যায় পড়ে বা আঘাত পান তখন একে অপরকে সহায়তা করে।
বন্ধুত্ব হচ্ছে এমন এক বন্ধন যা আপনার সাথে বর্তমান ,যা আপনার অতীতকে বোঝে এবং যা ভবিষ্যতকে বিশ্বাস করে ।
ক্রমশই বন্ধুহীন হয়ে পরছি আমরা।তার একটা বড় কারন একে অপরের প্রতি বিশ্বাসের অভাব ।মন খুলে কথা বলার সংগীর অভাব।আর এতে করে বাড়ছে হতাশা ।হতাশাগ্রস্ত মানুষ বেঁছে নিচ্ছে আত্মহননেন পথ।
আমরা কি পারিনা অন্তত একজনকে প্রিয় বন্ধুর মত বিশ্বাস করে হাত ধরতে দিতে।পাশে বসে এক কাপ চা খেতে খেতে আবোল তাবোল স্বপ্নের কথা বলতে দিতে।সময় অসময়ে ডেকে নিয়ে এদিক ওদিক দিশাহীন ঘুরে আসতে।অথবা নির্ভরতা দিয়ে একলা করে প্রাণখুলে কাঁদতে দিতে ।
আমার কাছে বন্ধুরা হলো আমার জীবনে সেইসব মানুষেরা যারা আমায় প্রাণ খুলে হাসায়,পাশে থেকে আমায় আনন্দ দিয়ে আরো উজ্জ্বল করে তোলে এবং সেই আনন্দ আমাকে আরো ভাল জীবনযাপন করতে সাহায্য করে।
আপনি আপনার বন্ধুটির মনের খোঁজ নিন।পাশে থাকুন এক কাপ চা নিয়ে তাকে বলতে দিন তার না বলা কথা গুলো।
আমি আমার বন্ধুর জন্য আছি।আপনি আপনার বন্ধুর পাশে থাকুন।মানসিক যন্ত্রনার কারন না হয়ে একটু শান্তি দিন আরো একটিবার তাকে হাসতে দিন।একটি জীবন নতুন করে বাঁচতে দিন।
আমি আমার বন্ধুদের ভালোবাসি ।আপনি আপনার বন্ধুকে ভালোবাসুন।
আপনার হাসিমুখ হোক আপনার বন্ধুর নির্ভরতার স্থান।
Leave a Reply