গত ৭ এপ্রিল রবিবার মিন্টোর ৩৭-৪১ লিংকন স্ট্রিটে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রবাসী বাংলাদেশি সংগঠন বিডি হাব সিডনি বিয়ন্ড ফান চাঁদ রাত মেলার আয়োজন করে। বাঙালি কমিউনিটির এইটি সর্ববৃহত চাঁদ রাত মেলা।
মেলা শুরু হয় দুপুর ১২টায়। বেলা ১১টা থেকেই সকল স্টল হোল্ডারা মেলা প্রাঙ্গনে আসতে শুরু করেন।সেই সাথে দর্শক ক্রেতাদের ভীরও জমতে শুরু করে।মেলার পাশাপাশি ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।ইফতারের পর সাকিনা আক্তারের সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে নুতন প্রজন্মের তাহমিদ রহমান পবিত্র কোরআন তিলাওয়াত করে এবং তারপরই আল ফয়সাল কলেজের শিক্ষার্থীদের অস্ট্রেলিয়া ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করে।
বিডি হাব সিডনির সভাপতি আব্দুল খান রতনের স্বাগত বক্তব্যের পর তিনি মঞ্চে বিডি হাব সিডনির সদস্যদের সাথে পরিচয় করিয়ে দেন এবং মেলায় উপস্থিত হিশেষ অতিথিদের মঞ্চে আহ্বান জানান।
অতিথিদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন এনী স্ট্যানলি এমপি, কারিশমা কালিয়ান্ডা এমপি, মার্ক জোসেপ কুরি এমপি, ন্যাথান ম্যাথিউ হাগার্থি এমপি প্রমুখ।
এছাড়াও অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন আয়াসলি কাগনি মেয়র ক্যামডেন সিটি কাউন্সিল, মোহাম্মদ ইব্রাহিম খলিল মাসুদ ডেপুটি মেয়র ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিল, থেরেসা ফেডলি ডেপুটি মেয়র, কাউন্সিলর ডারসি লাউন্ড, কাউন্সিলর ক্যারেন হান্ট, কাউন্সিলর সাজেদা আখতার সানজিদা, কাউন্সিলর ঊষা ধম্মারাজু, প্রাক্তন কাউন্সিলর শাহে জামান টিটু, ব্রায়ান লাও ক্যাম্বলটাউন সিটিজেন অব দ্য ইয়ার এবং গুড মর্নিং ম্যাকারথারের সিইও, রিজওয়ান চৌধুরী লেবার লিডার, ইমানুএল সালভারাজ সভাপতি কম্বারল্যান্ড চেম্বার অফ কমার্স, সোনালী লুথ্রা প্রিন্সিপাল আল ফয়সাল কলেজ, অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সভাপতি ড. সিরাজুল হক।
সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, নাইম আবদুল্লাহ, আবু রেজা আরেফিন, রতন কুন্ডু ও আকিদুল ইসলাম।
অনুষ্ঠানে সম্মানিত অতিথিরা স্পন্সরদের হাতে সম্মানসূচক ক্রেস্ট তুলে দেন, নাজমুল হাসান, জাহাঙ্গীর আলম, শাজ রহমান, সোহেল খান, হোসেন কবীর, এম এ আহসানুল হাসান হাদী, মো মেরাজুর রহমান, মোহাম্মদ রহমান, ড্যানিয়েল, নাজ দেমাসি, ক্রিস্টাল রায়ান, কামরুল আলম অপু, মোজাম্মেল হোসেন, সামিয়া ইসলাম, সৃভালী বন্দী।
সংগীত পরিবেশন করেন, ফারিয়া নাজিম, মৌমিতা চৌধুরী, নিলুফার ইয়াসমিন, মুর্শিদা রিমা, রাসেল ইসলাম, সমীর রোজারিও প্রমুখ। নৃত্য পরিবেশন করেন মৌসুমী সাহা ও মেহুলী।
সিডনির এই সর্ববৃহৎ চাঁদ রাত মেলায় ছিল প্রায় ১০০ টিরও বেশি নানারকম স্টল।পোশাক-আষাক, রকমারি গহনা, মেহেদি ও সুস্বাদু খাবারের স্টল ও ফুড ট্রাক। বড়দের পাশাপাশি বাচ্চাদের জন্য ছিল টয় স্টল, ফেস পেইন্টিং সহ নানান বিনোদনের ব্যবস্থা। ইফতারের পরপরই দর্শক ক্রেতার ভীর বাড়তে শুরু করে।যাকে বলে উপচে পড়া ভিড়।
বিডি হাব সিডনির সভাপতি আব্দুল খান রতন বলেন মেলায় প্রচুর স্টল হোল্ডারদের স্টল নেবার অনুরোধ তিনি রাখতে পারেনি কারন, তিনি ও তার টিম চেয়েছে ক্রেতা ও বিক্রেতারা যাতে সুন্দর ভাবে মেলায় বেচা কেনা করতে পারে সেই সুযোগ তাদেরকে তৈরী করে দেয়া। তিনি মেলা শেষে মেলায় আগত সকল কমিউনিটির মানুষকে ধন্যবাদ জানান ।
এই মেলায় কোনো প্রবেশ মূল্য না থাকায় সকল শ্রেনীর ক্রেতারা উৎসাহের সাথে মেলায় এসেছেন এবং মেলা প্রাঙ্গনটি মিন্টো স্টেশনের কাছে হওয়ায় এবং প্রাঙ্গন সংল্গ্ন পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা থাকায় সকলের জন্যই সুবিধা হয়েছে ।
বিডিহাব চাঁদরাত মেলার কমিটি সকলের প্রচেষ্টায় বরাবরের মতই এটি একটি সফল মেলা হিসেবে আরো একধাঁপ এগিয়ে গেল বলা যায়।
Leave a Reply