একটি ট্র্যাজেডি ঘটেছে নিউ সাউথ ওয়েলসের ব্লু মাউন্টেইনস অঞ্চলে, যেখানে তিন‑দিনের ক্যাম্পিং ট্রিপে নিখোঁজ হওয়া এক ১৬ বছর বয়সী কিশোরের দেহ একটি ঝরনার কাছ থেকে উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, ১৬ বছর এবং ১৭ বছর বয়সী দু’জনে মঙ্গলবার লেওরা ট্রেন স্টেশন থেকে মাউন্ট হে এলাকায় হাইকিং ও ক্যাম্পিং করার জন্য হাঁটতে বের হয়। বুধবার সন্ধ্যায় তারা আলাদা হয়ে যায় এবং ১৭ বছর বয়সী ছেলেটি পার্সোনাল লোকেটর বিজন (PLB) অন করলে তার অবস্থান জানা যায়।
ব্লু মাউন্টেইনস রেসকিউ স্কোয়াড, NSW অ্যাম্বুলেন্স ও পোলএয়ার সহ জরুরি সার্ভিসের পাশাপাশি একটি হেলিকপ্টার অনুসন্ধানে অংশ নিলে ১৭ বছর বয়সী ছেলেটিকে অ্যাসেসিয়া ফ্ল্যাট ক্যাম্পগ্রাউন্ড থেকে নিরাপদে উদ্ধার করা হয়। কিন্তু ১৬ বছর বয়সী কিশোরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
পরদিন দুপুরে ব্লু গাম ফরেস্ট এলাকায় একটি ঝরনার কাছে ওই কিশোরের দেহ উদ্ধার করা হয়। মৃত্যুর কারণ নির্ধারণের জন্য পোস্ট‑মর্টেম অনুষ্ঠিত হবে এবং একটি রিপোর্ট করোনারের কাছে জমা দেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।