ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে প্রাণঘাতী নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে এশিয়ার বিভিন্ন দেশে উদ্বেগ ছড়িয়েছে। এর জেরে কয়েকটি দেশ বিমানবন্দরসহ প্রবেশপথগুলোতে স্বাস্থ্য পরীক্ষা জোরদার করেছে।
ইতোমধ্যে থাইল্যান্ডে পশ্চিমবঙ্গ থেকে আসা ফ্লাইট গ্রহণকারী তিনটি বিমানবন্দরে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু করেছে। নেপালও কাঠমান্ডু বিমানবন্দর এবং ভারতের সঙ্গে সংযুক্ত স্থল সীমান্তের বিভিন্ন পয়েন্টে আগতদের স্ক্রিনিং শুরু করেছে। খবর বিবিসির
চলতি মাসের শুরুতে পশ্চিমবঙ্গে পাঁচজন স্বাস্থ্যকর্মী নিপাহ ভাইরাসে আক্রান্ত হন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এ ছাড়া তাঁদের সংস্পর্শে আসা প্রায় ১১০ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
নিপাহ ভাইরাস প্রাণী থেকে মানুষের শরীরে ছড়াতে পারে। এ ভাইরাসে মৃত্যুহার ৪০ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত হতে পারে। এখনও পর্যন্ত এ রোগের কোনো টিকা বা কার্যকর ওষুধ নেই।
নিপাহ ভাইরাস কী এবং এর উপসর্গ কী?
নিপাহ ভাইরাস শূকর ও ফলখেকো বাদুড়ের মতো প্রাণী থেকে মানুষের মধ্যে সংক্রমিত হতে পারে। দূষিত খাবারের মাধ্যমে মানুষে মানুষেও এটি ছড়াতে পারে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) নিপাহ ভাইরাসকে শীর্ষ ১০টি অগ্রাধিকারপ্রাপ্ত রোগের তালিকায় রেখেছে। কোভিড-১৯ ও জিকার মতো রোগজীবাণুর সঙ্গে এ ভাইরাসকে অন্তর্ভুক্ত করা হয়েছে, কারণ এর মহামারি হওয়ার সম্ভাবনা রয়েছে।