বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা অন্য দলের গিবত গাইলে জনগণের লাভ হবে না: তারেক রহমান তুষারঝড়-তীব্র ঠান্ডায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, ৩০ জনের মৃত্যু শীতকালীন ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন ৮ লাখ বাসিন্দা প্রায় ৪ হাজার গণমাধ্যমকে ভোটের পাস দেবে নির্বাচন কমিশন সর্বোচ্চ ৩ মাসের সিঙ্গেল এন্ট্রি ভিসা দেবে যুক্তরাষ্ট্র দুই সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা, ৩ মরদেহ উদ্ধার সিডনিতে চাঁদপুর অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার অভিষেক ও মিলনমেলা অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি ফর পূজা এন্ড কালচার (BSPC) আয়োজিত সরস্বতী পূজা কারাফটকে মৃত স্ত্রী-সন্তানের মুখ দেখলেন ছাত্রলীগ নেতা সাদ্দাম

অন্য দলের গিবত গাইলে জনগণের লাভ হবে না: তারেক রহমান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ৫ Time View

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অনেক দল আছে যারা নির্বাচনী জনসভায় অন্যদলের সমালোচনা করে। এসব না করে জনগণের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা থাকা দরকার। দেশ ও দেশের মানুষের কল্যাণে সুনির্দিষ্ট পরিকল্পনা বিএনপির রয়েছে। এখানে এসে অন্য দলের গিবত গাইলে জনগণের কোনো লাভ হবে না।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, জনগণের ইচ্ছামতো এ দেশ যেন আগামীতে চলতে পারে সেজন্য মানুষের ভোটের অধিকার দরকার। গেলো ১৬ বছরে ভোটের অধিকার থাকলে জনগণের অধিকার লুণ্ঠিত হতো না।

তিনি বলেন, অনেক দল আছে নির্বাচনি জনসভায় এসে অন্য দলের সমালোচনা করে। এসব না করে জনগণের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা থাকা দরকার। দেশ ও দেশের মানুষের কল্যাণে সুনির্দিষ্ট পরিকল্পনা বিএনপির রয়েছে। এখানে এসে অন্য দলের গিবত গাইলে জনগণের কোনো লাভ হবে না।

বিএনপি চেয়ারম্যান বলেন, বিএনপির বিরুদ্ধে এ মুহূর্তে একটি রাজনৈতিক দল যে স্বৈরাচার পালিয়ে গেছে তাদেরই ভাষা ব্যবহার করছে।

এসময়, ময়মনসিংহ বিভাগের ২৪ জন সংসদ নির্বাচনের ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে তাদের পক্ষে ভোট চান তারেক রহমান।

তিনি বলেন, ময়মনসিংহের কৃষিতে অনেক সমস্যা রয়েছে, ময়মনসিংহে মাছের পোনা রপ্তানি করে কর্ম সংস্থান করতে চাই। কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের কাছে সার-বিষ কৃষি সহযোগিতা করতে চাই।

চিকিৎসা ব্যবস্থা উন্নয়নের বিষয়ে তারেক রহমান বলেন, আমারা এলাকার চিকিৎসা সমস্যা সমাধানে জেলা হাসপাতালকে বড় করতে চাই। হেলথকেয়ারে নিযুক্ত করার মাধ্যমে চিকিৎসা ব্যবস্থা ঘরে ঘরে পৌঁছে দিতে চাই।

তিনি বলেন, জলাধার, খাল-বিল উদ্ধারের মাধ্যমে আমরা আবার খাল খনন করবো। মসজিদ মাদ্রাসার ঈমাম খতিব সাহেবদের সরকারের পক্ষ থেকে সম্মানী দিতে চাই, যাতে করে ভালো জীবনযাপন করতে পারে।

নির্বাচনে সবাই ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বিএনপির চেয়ারম্যান বলেন, ১৯৭১ সালের যুদ্ধ হোক আর চব্বিশের আন্দোলন হোক, রাজপথে পাশাপাশি সবাই আন্দোলন করেছে। তাই ১২ তারিখের নির্বাচনে সবাই ঐক্যবদ্ধ থাকলে সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারবো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category