বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা অন্য দলের গিবত গাইলে জনগণের লাভ হবে না: তারেক রহমান তুষারঝড়-তীব্র ঠান্ডায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, ৩০ জনের মৃত্যু শীতকালীন ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন ৮ লাখ বাসিন্দা প্রায় ৪ হাজার গণমাধ্যমকে ভোটের পাস দেবে নির্বাচন কমিশন সর্বোচ্চ ৩ মাসের সিঙ্গেল এন্ট্রি ভিসা দেবে যুক্তরাষ্ট্র দুই সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা, ৩ মরদেহ উদ্ধার সিডনিতে চাঁদপুর অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার অভিষেক ও মিলনমেলা অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি ফর পূজা এন্ড কালচার (BSPC) আয়োজিত সরস্বতী পূজা কারাফটকে মৃত স্ত্রী-সন্তানের মুখ দেখলেন ছাত্রলীগ নেতা সাদ্দাম

সিডনিতে চাঁদপুর অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার অভিষেক ও মিলনমেলা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ১০৭ Time View

অস্ট্রেলিয়ায় বসবাসরত চাঁদপুর জেলার প্রবাসীদের মধ্যে পারস্পরিক পরিচয়, সামাজিক সংযোগ ও সাংস্কৃতিক সহাবস্থান জোরদার করার লক্ষ্য নিয়ে গঠিত চাঁদপুর অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়া-এর অভিষেক ও মিলনমেলা সিডনিতে অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২৪ জানুয়ারি) সিডনির বাংলাদেশি অধ্যুষিত এলাকা লাকেম্বার ইউনাইটিং চার্চ মিলনায়তনে দিনব্যাপী এই অনুষ্ঠান আয়োজন করা হয়। প্রবাসজীবনের ব্যস্ততার মধ্যেও অস্ট্রেলিয়ায় বসবাসরত চাঁদপুর জেলার বিপুলসংখ্যক নারী-পুরুষের অংশগ্রহণে মিলনমেলাটি প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ার বিভিন্ন সিটি কাউন্সিলের চারজন বর্তমান কাউন্সিলর। তাঁরা হলেন—ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর মাসুদ চৌধুরী, ইব্রাহিম খলিল মাসুদ ও আশিকুর রহমান এ্যাশ এবং ক্যামডেন সিটি কাউন্সিলের কাউন্সিলর এলিজা আজাদ রহমান টুম্পা। অতিথিরা তাঁদের বক্তব্যে প্রবাসে সামাজিক সংগঠনের ভূমিকা এবং পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।

চাঁদপুর অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার সভাপতি নিগার এলাহী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মূল পর্বটি সঞ্চালনা করেন সংগঠনের জেনারেল সেক্রেটারি, লেখক, গীতিকার ও সুরকার আরমান হোসেন ভূঁইয়া (লাভলু)। সহ-সঞ্চালনায় ছিলেন সহ-সভাপতি মাসকসুদুর রহমান চৌধুরী সুমন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সংগঠনের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট শিবলু গাজী। এছাড়াও বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের ১নং সদস্য এ এন এম মাসুম, সম্পাদক মশিউর রহমান তুহিন, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক এস এম খালিদ, সহ-সংগঠনিক সম্পাদক আবু সাঈদ, মহিলা সম্পাদিকা সুলতানা রাজিয়াসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক পরিবেশনা। সিডনির জনপ্রিয় ব্যান্ড চারু সংগীত পরিবেশন করে। বিশেষ আকর্ষণ হিসেবে সংগীত পরিবেশন করেন প্রখ্যাত শিল্পী সাবিনা ইয়াছমিনের ভাগিনা তানিম হায়াত খান রাজিত। এ পর্বে পরিবেশিত হয় চাঁদপুর অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার অফিসিয়াল থিম সং “ইলিশের বাড়ি চাঁদপুর”, যার কথা ও সুর রচনা করেন জেনারেল সেক্রেটারি আরমান হোসেন ভূঁইয়া।

অনুষ্ঠানের তৃতীয় পর্বে অতিথিদের জন্য আয়োজন করা হয় মধ্যাহ্নভোজ। এতে পরিবেশন করা হয় ইলিশ মাছ, গরুর মাংস, ডাল-ভর্তা, পাস্তা সহ বিভিন্ন ধরনের খাবার। অনুষ্ঠানের আলোকচিত্র ধারণ করেন সিডনির সুপরিচিত ফটোগ্রাফার মোহাম্মাদ জাহাঙ্গীর।

অনুষ্ঠানের প্রধান স্পন্সর ছিলেন রবি ইসলাম (ল্যান্ড অ্যান্ড লিজ রিয়েলটি)। সহযোগিতায় ছিল এবি এন্টারটেইনমেন্ট ও নবান্ন রেস্টুরেন্ট।

চাঁদপুর অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়া একটি অলাভজনক সামাজিক সংগঠন হিসেবে অস্ট্রেলিয়ায় বসবাসরত চাঁদপুর জেলার মানুষের মধ্যে সামাজিক ও সাংস্কৃতিক যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে। সংগঠনের নেতৃবৃন্দ জানান, নতুন প্রজন্মের মাঝে শিকড়ের সঙ্গে সংযোগ বজায় রাখার বিষয়টিকে তারা গুরুত্ব দিচ্ছেন।

উল্লেখ্য, আগামী অক্টোবর মাসে চাঁদপুর অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার উদ্যোগে একটি বৃহৎ কনসার্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে। বাংলাদেশ থেকে খ্যাতনামা শিল্পীদের অংশগ্রহণে সিডনিতে বসবাসরত সকল বাংলাদেশিদের নিয়ে এই অনুষ্ঠান আয়োজিত হবে বলে জানানো হয়। অনুষ্ঠানের শেষে সংগঠনের পক্ষ থেকে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category