সিডনির বাংলা সাংস্কৃতিক অঙ্গনে এক আবেগময় দুপুরে আলো জ্বালাল নাট্য প্রযোজনা ‘ম্যাজিক ওয়ার্ড’। ১১ জানুয়ারি রোববার, সিডনির মিন্টুস্থ একটি ফাংশন সেন্টারে অনুষ্ঠিত প্রিমিয়ার শোটি প্রবাসী বাংলাদেশি দর্শকের উপস্থিতিতে রূপ নেয় এক আন্তরিক শিল্পসম্মিলনে।
মাজনুন মিজানের নির্দেশনায় নাটকটি মানবিক অনুভূতি, সম্পর্কের সূক্ষ্ম টানাপোড়েন ও জীবনের নীরব বাস্তবতাকে শিল্পিত ভাষায় তুলে ধরে। রহস্য রায়হানের চিত্রনাট্য ও সংলাপ দর্শকের মনে গভীর ছাপ ফেলে, আর শিমুল সিকদারের চিত্রগ্রহণ ও রমজানের সম্পাদনা নাটকের আবেগকে করে তোলে আরও সংবেদনশীল।
নাটকটিতে অভিনয় করেছেন হোসাইন দেলোয়ার, দীপা খন্দকার, মাজনুন মিজান, রূপন্তি আকিদ, মাসুম বাসার, শিল্পী সরকার অপু, নিকোলেৎ, আবেলিয়া জামান ও শরিফ। প্রত্যেকের সাবলীল অভিনয়ে চরিত্রগুলো হয়ে ওঠে জীবনের কাছাকাছি—কিছু মুহূর্তে দর্শকসারিতে নেমে আসে গভীর নীরবতা।
Aus Dream Built-এর সহযোগিতায় আয়োজিত এই প্রিমিয়ার শো প্রমাণ করে, প্রবাসেও বাংলা নাটক কেবল বিনোদন নয়—এটি স্মৃতি, শিকড় ও আত্মপরিচয়ের নীরব ভাষা। উল্লেখ্য, ‘ম্যাজিক ওয়ার্ড’ আগামী ১৪ জানুয়ারি দুপুর ৩টায় চ্যানেল আইয়ে প্রচারিত হবে।