মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গণভোট ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা নির্ধারণ করবে: আলী রীয়াজ চালু হচ্ছে ফ্রিল্যান্সারদের সরকারি ডিজিটাল প্ল্যাটফর্ম সিডনিতে ‘ম্যাজিক ওয়ার্ড’ নাটকের সফল প্রিমিয়ার-শো অনুষ্ঠিত ‘ভরা থাক স্মৃতিসুধায়’- সিডনিতে অজয় দাশগুপ্তের জন্মদিন ও সোহরাব হাসানের সংবর্ধনা মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ ভিসা বন্ড শর্তাবলি পুনর্বিবেচনা করতে পারে যুক্তরাষ্ট্র: আন্ডার সেক্রেটারি মতপার্থক্য থাকবে কিন্তু মতবিভেদ যেন না হয়: তারেক রহমান ভয়াবহ দাবানলে অস্ট্রেলিয়ায় ‘দুর্যোগ পরিস্থিতি’ ঘোষণা সিডনির ওয়াইলি পার্কে বর্ণিল আয়োজনে বৈশাখী মেলা আগামী ১১ এপ্রিল পাবনা-১ ও ২ আসনে নির্বাচন স্থগিত

‘ভরা থাক স্মৃতিসুধায়’- সিডনিতে অজয় দাশগুপ্তের জন্মদিন ও সোহরাব হাসানের সংবর্ধনা

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ৮৫ Time View

‘ভরা থাক স্মৃতিসুধায়’ শিরোনামে গতকাল ১০ জানুয়ারি, শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হলো একটি নান্দনিক সাংস্কৃতিক সন্ধ্যা। সিডনিবাসী প্রখ্যাত ছড়াকার ও কলামিস্ট অজয় দাশগুপ্তের ৬৭তম জন্মদিন উৎসব এবং অস্ট্রেলিয়া ভ্রমণরত বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক সোহরাব হাসানের সংবর্ধনা উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে নির্বাচিত কথোপকথন, গান, আবৃত্তি ও আড্ডায় অংশ নেন বিভিন্ন পেশা ও শ্রেণির সুধীজনেরা।

সিডনির লাকেম্বায় গ্রামীণ হলে অনুষ্ঠিত প্রশান্ত পারের বাংলা কাগজ প্রশান্তিকার আয়োজনে এ অনুষ্ঠানে স্পন্সর হিসেবে ছিল প্যাসিফিক ফ্যাসিলিটিজ ও প্রশান্তিকা বইঘর।

স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন প্রশান্তিকা সম্পাদক আতিকুর রহমান শুভ। এরপর সঞ্চালনার দায়িত্ব তিনি তুলে দেন সিডনিবাসী গুণী অভিনেতা ও নির্মাতা মাজনুন মিজানের হাতে। অনুষ্ঠানে সভাপতি ও বিশেষ অতিথি হিসেবে আসন গ্রহণ করেন সর্বজন শ্রদ্ধেয় গামা আব্দুল কাদির ও মোহাম্মদ শফিকুল আলম।

প্রশান্তিকা ও আগত অতিথিদের অনেকেই অজয় দাশগুপ্ত ও সোহরাব হাসানকে ফুলেল শুভেচ্ছা ও উপহার প্রদান করেন। এ সময় প্রশান্তিকার পক্ষ থেকে ফুল ও বই উপহার দেওয়া হয় মিসেস সোহরাব হাসান, শিল্পী লিলি গোমেজ, অমিয়া মতিন, অভিজিৎ বড়ুয়া ও আরাফাত হোসেনকে।

অজয় দাশগুপ্ত ও সোহরাব হাসানের সংবর্ধনা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন একুশে একাডেমি অস্ট্রেলিয়ার প্রতিষ্ঠাতা সদস্য নেহাল নেয়ামুল বারী, রাজনীতিবিদ ড. সিরাজুল হক, আব্দুল্লাহ আল নোমান শামীম, ইফতেখার উদ্দিন ইবতু, সেলিমা বেগম, একুশে পদক ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত সমাজসেবক এস এম আব্রাহাম লিংকন, ক্যাম্বেলটাউন কাউন্সিলর মাসুদ চৌধুরী ও আশিকুর রহমান আশ, একুশে একাডেমি অস্ট্রেলিয়ার সভাপতি সুলতান মাহমুদ, সাংবাদিক নেতা মুহাম্মদ আব্দুল মতিন ও রহমতউল্লাহ, সাংবাদিক কাজী সুলতানা শিমি ও ঝর্ণা মণি, বিশেষ অতিথি মোহাম্মদ শফিকুল আলম এবং সভাপতি গামা আব্দুল কাদির।

বক্তব্য শেষে অজয় দাশগুপ্তের স্ত্রী দীপা দাশগুপ্ত অজয় দাশগুপ্ত ও সোহরাব হাসানকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় সোহরাব হাসানসহ কয়েকজনকে সঙ্গে নিয়ে জন্মদিনের কেক কাটেন ছড়াকার অজয় দাশগুপ্ত।

সাংস্কৃতিক পর্বে অজয় দাশগুপ্তের ছড়া আবৃত্তি করেন সাংস্কৃতিক কর্মী, সংগঠক ও আমাদের কথা সম্পাদক পূরবী পারমিতা বোস। অনুষ্ঠানের শিরোনাম ‘ভরা থাক স্মৃতিসুধায়’—এই নামে রবীন্দ্রনাথ ঠাকুরের গান পরিবেশন করেন গুণী শিল্পী লিলি গোমেজ। নন্দিত শিল্পী অমিয়া মতিন পরপর পাঁচটি গান পরিবেশন করেন। দর্শকের অনুরোধে তিনি আরও দুটি গান গেয়ে শোনান। অনুষ্ঠানের এক পর্যায়ে সাংবাদিক ও লেখক সোহরাব হাসান ও অজয় দাশগুপ্ত তাদের বইতে পাঠকদের অটোগ্রাফ দেন। সবশেষে সকল অতিথিকে নৈশভোজে আপ্যায়িত করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category