মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গণভোট ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা নির্ধারণ করবে: আলী রীয়াজ চালু হচ্ছে ফ্রিল্যান্সারদের সরকারি ডিজিটাল প্ল্যাটফর্ম সিডনিতে ‘ম্যাজিক ওয়ার্ড’ নাটকের সফল প্রিমিয়ার-শো অনুষ্ঠিত ‘ভরা থাক স্মৃতিসুধায়’- সিডনিতে অজয় দাশগুপ্তের জন্মদিন ও সোহরাব হাসানের সংবর্ধনা মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ ভিসা বন্ড শর্তাবলি পুনর্বিবেচনা করতে পারে যুক্তরাষ্ট্র: আন্ডার সেক্রেটারি মতপার্থক্য থাকবে কিন্তু মতবিভেদ যেন না হয়: তারেক রহমান ভয়াবহ দাবানলে অস্ট্রেলিয়ায় ‘দুর্যোগ পরিস্থিতি’ ঘোষণা সিডনির ওয়াইলি পার্কে বর্ণিল আয়োজনে বৈশাখী মেলা আগামী ১১ এপ্রিল পাবনা-১ ও ২ আসনে নির্বাচন স্থগিত

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ৯ Time View

মিয়ানমারের অভ্যন্তরে দেশটির দুই বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে চলা সংঘাতের জেরে ছোড়া গুলিতে টেকনাফের হোয়াইক্যংয়ে এক শিশু গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) সকাল ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়ক সংলগ্ন তেচ্ছিব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে।

গুরুতর আহত আফনান ওরফে পুতুনি (১২) ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মোহাম্মদ জসিমের মেয়ে। সে লম্বাবিল হাজি মোহাম্মদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।

প্রথমে পুলিশের পক্ষ থেকে শিশুটি মারা গেছে বলা হলেও দুপুর আড়াইটায় ঢাকা পোস্টসহ অন্যান্য গণমাধ্যমকে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, উদ্ধুদ্ধ পরিস্থিতিতে সবাই মনে করেছে শিশুটা মারা গেছে, কিন্তু তা সঠিক নয়। কুতুপালং হাসপাতাল থেকে তাকে মুমূর্ষু অবস্থায় কক্সবাজারে প্রেরণ করা হয়। এখন সেখান থেকে চট্টগ্রাম পাঠানো হয়েছে। তবে শিশুটির অবস্থা আশঙ্কাজনক।

আফনানের বাবা জসিম বলেন, আমার মেয়েটা নাস্তা দিতে গিয়েছিল দোকানে, হঠাৎ তার কানে গুলি এসে লাগে। পরে হাসপাতালে নিয়ে গেছে লোকজন, জানি না কি অবস্থায় আছে সে। এখন পুলিশ জানাল তাকে চট্টগ্রাম প্রেরণ করা হয়েছে।

এদিকে ওপারে সংঘাতের জেরে এপারে সীমান্তে অবস্থান করা মিয়ানমারের রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠীর ৩৫ সদস্যকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

ওসি সাইফুল ইসলাম জানিয়েছেন, বিজিবি ও পুলিশ ওপারের ৩৫ বিদ্রোহীকে আটক করেছে। বর্তমানে তাদের হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

শিশু আফনান গুলিবিদ্ধ হওয়ার খবর ছড়িয়ে পড়লে মহাসড়ক অবরোধ করে স্থানীয় জনতা। পরে সেনাবাহিনী ও স্থানীয় নেতাদের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয়েছে।

উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য ও বিএনপি মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী বলেন, সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ শুরু করছে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন। জনগণ অবরোধ তুলে নিয়েছে, আমরা চাই না ওপারে ঘটনায় এপারে কোনো বাংলাদেশি ক্ষতিগ্রস্ত হোক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category