মানিক মিয়া অ্যাভিনিউতে সম্পন্ন হয়েছে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা নামাজ।
বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ৩টায় বায়তুল মোকাররম জামে মসজিদের খতিব মুফতি আবদুল মালেকের ইমামতিতে অনুষ্ঠিত হয়েছে এই জানাজা নামাজ।
জানাজা নামাজের আগে খালেদা জিয়ার আচার আচরণে কেউ যদি কখনো কষ্ট পেয়ে থাকে তার জন্য ক্ষমা প্রার্থনা করেছেন তারেক রহমান।
খালেদা জিয়ার জানাজা নামাজের আগে তারেক রহমানের হাতে শোকবার্তা তুলে দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর, পাকিস্তানের স্পিকার সরদার আয়াজ সাদিক, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা ও ভুটানের পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্য মন্ত্রী লিয়নপো ডি. এন. ধুংগেল।
এদিকে, খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করেছেন তিন বাহিনীর প্রধান, প্রধান উপদেষ্টাসহ অন্তর্বর্তীকালীন বিভিন্ন উপদেষ্টারা। এছাড়া, বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলে নেতৃবৃন্দরা আপসহীন এই নেত্রীকে শেষ বিদায় জানাতে এসেছেন সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়।
শুধু নেতৃবৃন্দই নয়, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর জানাজায় অংশ নিতে সকাল থেকে ঢল নেমেছে ঢাকার রাস্তায়। দেশের নানা প্রান্ত থেকে লাখ লাখ মানুষ এসেছে তাদের প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে।
জানাজা শেষে, জিয়া উদ্যানে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশে বেগম খালেদা জিয়াকে চিরনিদ্রায় শায়িত করা হবে।