শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:২৪ অপরাহ্ন

ইন্দোনেশিয়ায় বহুতল ভবনে আগুন, নিহত ২০

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১৯ Time View

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় একটি সাত তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরের দিকে সেন্ট্রাল জাকার্তায় অবস্থিত ওই ভবনের প্রথম তলায় আগুনের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, মুহূর্তের মধ্যেই তা ওপরের তলাগুলোতে ছড়িয়ে পড়ে।

ভবনটিতে জাপানি ড্রোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘টেরা ড্রোন কর্পোরেশন’-এর ইন্দোনেশীয় শাখা ‘টেরা ড্রোন ইন্দোনেশিয়া’র কার্যালয় অবস্থিত। অগ্নিকাণ্ডের সময় অনেক কর্মী দুপুরের খাবার খাচ্ছিলেন, আবার কেউ কেউ অফিসের বাইরে ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর আতঙ্কিত কর্মীরা প্রাণ বাঁচাতে ওপরের তলা থেকে পোর্টেবল মই ব্যবহার করে নিচে নেমে আসেন।

সেন্ট্রাল জাকার্তা পুলিশের প্রধান সুসাত্য পূর্ণোমো কনড্রো সাংবাদিকদের জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে সক্ষম হয়েছেন এবং বর্তমানে ‘কুলিং’ প্রক্রিয়া বা ধোঁয়া বের করা এবং ভেতরে আরও কেউ আটকে আছেন কি না তা খুঁজে দেখার কাজ চলছে। স্থানীয় টেলিভিশন ফুটেজে উদ্ধারকর্মীদের বডি ব্যাগে করে মরদেহ বের করতে দেখা গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: রয়টার্স

Please Share This Post in Your Social Media

More News Of This Category