ভারতের উত্তর গোয়ার আরপোরা এলাকায় নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে অন্তত তিনজন বিদেশি পর্যটক রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
শনিবার গভীর রাতে ‘Birch by Romeo Lane’ নামের ওই ক্লাবে আকস্মিক আগুন ছড়িয়ে পড়ে। ধারণা করা হচ্ছে, ক্লাবের ভেতরে একটি সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই পুরো ক্লাব ধোঁয়া ও আগুনে ঢেকে যায়, ফলে বহু মানুষ বের হতে পারেননি।
স্থানীয় প্রশাসন ও দমকল বাহিনী ইতোমধ্যে উদ্ধার অভিযান পরিচালনা করেছে। আহত কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হয়।