বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভোটার নিবন্ধনের অঞ্চলভিত্তিক সময়সীমা তুলে নিল ইসি শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পর্যালোচনা করা হচ্ছে : ভারত ১৯ ডিসেম্বর মাঠে গড়াচ্ছে বিপিএল প্রবাসীরা যেকোনো সময় অনলাইনে ভোটার নিবন্ধন করতে পারবেন হংকংয়ে বহুতল ভবনে আগুন, নিহত বেড়ে ১৩ শেখ হাসিনা-কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সিডনিতে IUBians-দের মিলনমেলা: পরিবার, গল্প আর স্মৃতিতে রঙিন একটি দিন কমিউনিটির গর্ব, প্রজন্মের অনুপ্রেরণা বীর মুক্তিযোদ্ধা গামা আব্দুল কাদির সমাজসেবার চার দশকে ফেডারেল স্বীকৃতিতে আরও উজ্জ্বল সিডনির মাউন্ট আনানে বার্ডিয়া বাংলা পাঠশালার সার্টিফিকেট ও ক্রীড়া উৎসব পালিত যুক্তরাজ্যে ভিসা জালিয়াতি করলে ১০ বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা

১৯ ডিসেম্বর মাঠে গড়াচ্ছে বিপিএল

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৫ Time View

বহু জল্পনা–কল্পনার পর শেষ পর্যন্ত নির্ধারিত হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের কাঠামো। এবারের টুর্নামেন্টে থাকবে মোট ছয়টি দল এবং আগামী ১৯ ডিসেম্বর মাঠে গড়াবে আসর, এ তথ্য জানিয়েছে বিসিবি।

বুধবার (২৬ নভেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়গুলো নিশ্চিত করেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। তিনি জানান, শুরুতে পাঁচ দল নিয়ে আয়োজনের পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে যুক্ত হয়েছে নতুন দল ‘নোয়াখালী এক্সপ্রেস’।

অন্যান্য দল হলো—ঢাকা ক্যাপিটালস, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স, রংপুর রাইডার্স এবং সিলেট টাইটানস।

এবার দীর্ঘদিন পর ফিরছে খেলোয়াড় নিলাম ব্যবস্থা। আগামী ৩০ নভেম্বর বিকেল ৩টায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হবে নিলাম। এতে অংশ নিতে আবেদন করেছেন পাঁচ শতাধিক বিদেশি ক্রিকেটার, যেখান থেকে ২৫০ জনকে বাছাই করেছে বিসিবি।

প্রতিটি ফ্র্যাঞ্চাইজি নিলামের আগে দুই জন দেশি এবং দুই জন বিদেশি ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তি করার সুযোগ পাচ্ছে।

ইফতেখার রহমান জানান, স্থানীয় ক্রিকেটারদের সুযোগ বাড়ানো ও সূচি ব্যবস্থাপনার জটিলতা কমাতেই দলসংখ্যা বাড়ানো হয়েছে। তার ভাষায়, “পাঁচ দল নিয়ে প্রতিদিন দুটি ম্যাচ আয়োজন করা কঠিন হয়ে যাচ্ছিল। পাশাপাশি স্থানীয়দের আরও সুযোগ দিতে দল সংখ্যাও বাড়ানো হয়েছে।”

মিঠু সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘নতুন একটি পরিকল্পনা হচ্ছে, সিলেট থেকে টুর্নামেন্ট শুরু করার চেষ্টা করছি। ফাইনালের সম্ভাব্য তারিখ ১৬ জানুয়ারি। আর ১৭ ডিসেম্বর ঢাকায় ছোট্ট উদ্বোধনী অনুষ্ঠান করার পরিকল্পনাও আছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category