আন্দামান সাগর এবং মালাক্কা প্রণালীতে সৃষ্ট নিম্নচাপটি বঙ্গপোসাগরে ক্রমশ ঘনীভূত হচ্ছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এটি ঘূর্ণিঝড় সেনিয়ারে রূপ নেবে বলে জানিয়েছে ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর আইএমডি।
আগাম সতর্কতা হিসেবে ইতোমধ্যে আন্দামান-নিকোবর দ্বীপ, তামিলনাড়ু, পদুচেরিসহ বিভিন্ন এলাকায় আইএমডির সতর্কতা জারি করা হয়েছে।
ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের এক পূর্বাভাসে বলা হয়েছে, “মালাক্কা প্রণালী কেন্দ্রীয় এলাকায় বায়ুমণ্ডলের ঊর্ধ্বাংশে সৃষ্ট বায়ুঘূর্ণি থেকে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে আজ ভারতের স্থানীয় সময় সকাল ৮টা ৩০ মিনিটে মালাক্কা প্রণালী এবং সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে।”
“এখন এটা খুবই সম্ভব যে ২৪ নভেম্বরের গভীর নিম্নচাপে পরিণত হয়ে আন্দামান সাগরের উত্তর-পশ্চিম দিক দিয়ে অগ্রসর হয়ে বঙ্গপোসাগরে প্রবেশ করবে এবং পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে বঙ্গপোসাগরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নেবে।”
ঘূর্ণিঝড়ে রূপ নিলে সেটির নাম হবে সেনিয়ার। এটি একটি আরবি শব্দ এবং এর অর্থ সিংহ। এই নাম দিয়েছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ সংযুক্ত আরব আমিরাত।
আইএমডির তথ্য অনুযায়ী, পুরোপুরি গঠিত হওয়ার পর সেনিয়ারের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে এবং সেটি আঘাত হানতে পারে বঙ্গপোসাগরের আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে।
সেনিয়ারের প্রভাবে পর্যন্ত আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ, তামিলনাড়ু, কেরালা, লাক্ষাদ্বীপ, অন্ধ্র রাজ্যের উপকূলীয় এলাকা আগামী ২৮ নভেম্বর পর্যন্ত ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আইএমডি।