মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ০৩:৪৫ পূর্বাহ্ন

শ্রীলঙ্কা সিরিজের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৮ Time View

দুটি তিন দিনের ম্যাচ এবং তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে আগামী ২৪ নভেম্বর বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা অনুর্ধ্ব-১৭ দল। আর এই সিরিজের জন্য আজ সোমবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সিরিজের প্রথম তিনদিনের ম্যাচটি শুরু হবে ২৮ নভেম্বর মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে। দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে বসুন্ধরা স্টেডিয়ামে আগামী ৩ ডিসেম্বর থেকে। এরপর সিরিজের তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ৭, ৯ এবং ১২ ডিসেম্বর। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে।

বাংলাদেশ দলে অবশ্য জুনিয়র সব তারকা ক্রিকেটারই রয়েছেন। অদ্রিত ঘোষ নিয়মিত দলটির হয়ে রান করে আসছেন। এছাড়া সামি, কাওসাররাও রয়েছেন ১৫ সদস্যের দলে।

বাংলাদেশ অনূর্ধ্ব ১৭ দল- 

মোহাম্মদ সামি, কাওসার আহমেদ (উইকেটকিপার), জারিফ সিয়াম, অদ্রিত ঘোষ, রাকিবুল হোসেন, জুনায়েদ হোসেন, সৌরভ কর্মকার, লরেন্স রায়, আতিকুর রহমান আকাশ, মাহিনুজ্জামান মাহাবীর, ফারদিন হাসনাত অরণ্য, ফাইয়াজ রহমান, শহিদুল ইসলাম শহিদ, ইফতেখার, নুবায়েত আলম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category