মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
গণভোট ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা নির্ধারণ করবে: আলী রীয়াজ চালু হচ্ছে ফ্রিল্যান্সারদের সরকারি ডিজিটাল প্ল্যাটফর্ম সিডনিতে ‘ম্যাজিক ওয়ার্ড’ নাটকের সফল প্রিমিয়ার-শো অনুষ্ঠিত ‘ভরা থাক স্মৃতিসুধায়’- সিডনিতে অজয় দাশগুপ্তের জন্মদিন ও সোহরাব হাসানের সংবর্ধনা মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ ভিসা বন্ড শর্তাবলি পুনর্বিবেচনা করতে পারে যুক্তরাষ্ট্র: আন্ডার সেক্রেটারি মতপার্থক্য থাকবে কিন্তু মতবিভেদ যেন না হয়: তারেক রহমান ভয়াবহ দাবানলে অস্ট্রেলিয়ায় ‘দুর্যোগ পরিস্থিতি’ ঘোষণা সিডনির ওয়াইলি পার্কে বর্ণিল আয়োজনে বৈশাখী মেলা আগামী ১১ এপ্রিল পাবনা-১ ও ২ আসনে নির্বাচন স্থগিত

ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৩০

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৫৭ Time View

ব্যাপক বর্ষণের জেরে গত ১৩ নভেম্বর বৃহস্পতিবার কিলাকাপ এবং বাঞ্জারনেগারা শহরে বড় ভূমিধস ঘটে। এই দুর্যোগের পরে অল্প সময়ের মধ্যে উদ্ধার তৎপরতা শুরু করেন দুর্যোগ মোকাবিলা দপ্তরের উদ্ধারকারী বাহিনী। বর্তমানে উদ্ধাকারী বাহিনীর কমপক্ষে ৭০০ সদস্য তৎপরতা চালাচ্ছেন। তাদের সঙ্গে যোগ দিয়েছেন পুলিশ ও সেনা সদস্যরাও।

গতকাল বৃহস্পতিবার পর্যন্ত বাঞ্জারনেগারা শহরের ভূমিধস কবলিত এলাকা থেকে উদ্ধার করা হয়েছে মোট ১০ জনের মরদেহ। বাকি ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে কিলাকাপ শহর থেকে।

তবে উদ্ধার মরদেহের সংখ্যা কম হলেও নিখোঁজদের সংখ্যা বাঞ্জারনেগারা শহরে বেশি। দুর্যোগ মোকাবিলা বিভাগের উদ্ধারকারী বাহিনীর মুখপাত্র আবদুল মুহারি জানিয়েছেন, নিখোঁজ ২১ জনের মধ্যে ১৮ জনই এই শহরের।

মুহারি জানান, ভূমিধসের জেরে দুই শহরে কয়েক ডজন বাড়িঘর ধ্বংস হয়ে গেছে এবং আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে ৭ জনকে। এছাড়া এ পর্যন্ত বাঞ্জারনেগারা শহর থেকে ৯ শতাধিক এবং কিলাকাপ থেকে ২ শতাধিক বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি।

এএফপিকে মুহারি বলেন, “আমরা কাজে কাঙ্ক্ষিত গতি আনতে পারছি না। বিপুল পরিমাণ জঞ্জালের স্তুপ সরিয়ে উদ্ধারতৎপরতা চালানো সময়সাপেক্ষ ব্যাপার। এছাড়া এখনও প্রায় সময়েই বৃষ্টিপাত হচ্ছে, ফলে নতুন ভূমিধসের ঝুঁকিও বাড়ছে।”

“তবে যত বাধাই আসুক, আগামী আরও অন্তত এক সপ্তাহ আমরা উদ্ধার তৎপরতা চালিয়ে যাব”, বলেছেন মুহারি।

সূত্র : এএফপি

Please Share This Post in Your Social Media

More News Of This Category