বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে ১ লাখ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা সৌদি ক্রাউন প্রিন্সের লেবাননে শরণার্থী শিবিরে ইসরায়েলি ড্রোন হামলা, নিহত ১৩ সুষ্ঠু নির্বাচন করতে ইসি ওয়াদাবদ্ধ : সিইসি বাংলাদেশি বিভিন্ন গণমাধ্যমসহ বিশ্বের বহু ওয়েবসাইটে হঠাৎ বিপর্যয় সিডনিতে হুমায়ুন আহমেদ স্মরণে পড়ুয়ার আসরের ব্যতিক্রমী আয়োজন: ‘প্রিয় পদরেখা’ ধানমন্ডি ৩২ নম্বরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খাঁনের মৃত্যুদণ্ড হাসিনার মামলার রায়কে ঘিরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিচ্ছিদ্র নিরাপত্তা শেখ হাসিনার বিরুদ্ধে মামলার প্রথম রায় আজ প্রবাসী বাংলাদেশী নারীদের জন্য ‘আমাদের গল্প’

যুক্তরাষ্ট্রে ১ লাখ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা সৌদি ক্রাউন প্রিন্সের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৪ Time View

যুক্তরাষ্ট্রে বিনিয়োগ বাড়ানোর ঘোষণা দিয়েছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান (এমবিএস)। তিনি জানান, যুক্তরাষ্ট্রে সৌদি বিনিয়োগ ৬০০ বিলিয়ন ডলার থেকে বাড়িয়ে প্রায় ১ ট্রিলিয়ন বা ১ লাখ কোটি ডলারে উন্নীত করা হবে।

বুধবার (১৯ নভেম্বর) এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে বার্তাসংস্থা আনাদোলু।

মঙ্গলবার ওয়াশিংটনে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এমবিএস বলেন, ‘আমার মনে হয় আজ বা আগামীকাল আমরা ঘোষণা দিতে পারবো যে বিনিয়োগের অঙ্কটি ৬০০ বিলিয়ন থেকে বাড়িয়ে প্রায় ১ ট্রিলিয়ন ডলারে পৌঁছাবে।’ তিনি আরও জানান, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)সহ বিভিন্ন খাতে দুই দেশের মধ্যে বহু বড় চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে, যা বিশাল বিনিয়োগ সুযোগ তৈরি করবে।

এ সময় ট্রাম্প বিস্ময় প্রকাশ করে বলেন, ‘মানে ৬০০ বিলিয়ন এখন ১ ট্রিলিয়ন হবে?’ জবাবে এমবিএস বলেন, ‘নিশ্চিতভাবেই— আজকের চুক্তিগুলোই এ বৃদ্ধিকে সহজ করবে।’

ট্রাম্প সৌদি ক্রাউন প্রিন্সকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আপনি যুক্তরাষ্ট্রে ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগে সম্মত হয়েছেন, এটি অসাধারণ। আর যেহেতু তিনি আমার বন্ধু, তাই হয়তো এটি ১ ট্রিলিয়নও হতে পারে— যদিও এ নিয়ে আমাকে আরও কিছুটা কাজ করতে হবে।’

মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত প্রিন্সেস রিমা বিনত বান্দার আল সউদ এই বৈঠককে ‘সৌদি–যুক্তরাষ্ট্র সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ দিন’ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি জানান, দুই দেশ কয়েকটি বড় দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করেছে, যা কর্মসংস্থান বৃদ্ধি ও আঞ্চলিক নিরাপত্তায় ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category