বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ১২:০৬ অপরাহ্ন

রাজধানীজুড়ে ককটেল বিস্ফোরণ, ঝটিকা মিছিল থেকে আটক ১৫

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৬ Time View

রাজধানীর ফার্মগেট এলাকায় কারওয়ান বাজারমুখী ফুটওভার ব্রিজের সামনে ঝটিকা মিছিল করার সময় আওয়ামী লীগের ১৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ ও সেনাবাহিনী।

বুধবার (১২ নভেম্বর) রাত ১১টার দিকে মিছিলের প্রস্তুতিকালে তাদের আটক করা হয়।

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাত ৯টা ২০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে।

টিএসসিতে উপস্থিত একাধিক শিক্ষার্থী জানান, টিএসসিতে গুম বিষয়ক একটি ডকুমেন্টারি প্রদর্শন চলছিল। এরমধ্যে ককটেল দুটি বিস্ফোরণের আওয়াজ শোনা যায়। ধারণা করা হচ্ছে, ককটেল দুটি সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর থেকে ছুড়ে মারা হয়েছে।

এ ছাড়া, কারওয়ান বাজার মোড় ও শান্তিনগরেও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। রাত সোয়া ১০টার দিকে সার্ক ফোয়ারা মোড়ে মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা সেখানে দুটি ককটেল নিক্ষেপ করে। তবে এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন বলেন, রাত ১০টার কিছু পরে ককটেল বিস্ফোরণের সংবাদ পাওয়া গেছে। তবে এটি কলাবাগান থানা এলাকায় পড়েছে। বিস্তারিত তারা বলতে পারবে।

এদিকে, কলাবাগান থানার ওসি মনিরুল ইসলাম বলেন, এটা আমাদের থানা এলাকা না। সার্ক ফোয়ারা তেজগাঁও থানা এলাকা। ঘটনাস্থলে তেজগাঁও থানা পুলিশ এবং আমাদের টিমও রয়েছে। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বচ্চ চেষ্টা করছি। সেই সঙ্গে দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনতে আমরা কাজ করছি।

এদিকে, মিরপুরে ককটেল ছুড়তে এসে হাতেনাতে ধরা পড়লেন এক যুবক। পরে তাকে পুশের হাতে তুলে দেয় উপস্থিত জনতা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category